পরপর দু'মাস 1 লাখের বেশি বাইক-স্কুটার বিক্রি, চার চাকার মতো দু'চাকার বাজারেও দাপট Suzuki-র

By :  SUMAN
Update: 2023-09-04 13:17 GMT

আগস্ট, ২০২৩ ছিল সুজুকি মোটরসাইকেল (Suzuki Motorcycle)-এর জন্য সৌভাগ্যপূর্ণ একটি মাস। কারণ গত মাসে সংস্থাটি মোট ১,০৩,৩৩৬ ইউনিট টু-হুইলার বিক্রি করতে পেরেছে। যার মধ্যে ৮৩,০৪৫ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার শুধুমাত্র ভারতে এবং ২০,২৯১ ইউনিট বিশ্ববাজারে রপ্তানি করেছে তারা। এই নিয়ে পরপর দু'মাস বেচাকেনার পরিমাণ এক লাখ পার করল।

Suzuki Motorcycle-এর ব্যবসায় লক্ষ্মীলাভ

এই প্রসঙ্গে সুজুকি মোটরসাইকেলের ম্যানেজিং ডিরেক্টর কেনেচি উমেদা বলেন, “এই উৎসবে আমরা আমাদের মূল্যবান ক্রেতা, ব্যবসায়িক অংশীদার এবং দলের সদস্যদের অবিরত সমর্থনের জন্য অন্তরের অন্তস্থল থেকে সম্মান জ্ঞাপন করছি।”

উমেদা যোগ করেন, “ভারতের মধ্যে আমাদের পণ্যের জোরালো চাহিদার কারণে আমরা বিনয়ী হয়েছি, এতে আমাদের ব্যবসা বৃদ্ধিতে ক্রমাগত সহায়তা করেছে। আমরা আমাদের ক্রেতাদের পরিষেবা প্রদান করে যাব এবং বিভিন্ন রকম সেবা ও অবিরত মনোযোগ প্রদানের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।”

আগস্ট, ২০২৩-এ সুজুকি মোটরসাইকেল তাদের Access 125-এর পার্ল সাইনিং বেজ / পার্ল মিরেজ হোয়াইট ভ্যারিয়েন্টে নতুন কালার অপশন যোগ করেছে। তাদের‌ ফ্ল্যাগশিপ মডেলের ৫০ লক্ষ ইউনিট উৎপাদনের পরই এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সংস্থাটি।

Tags:    

Similar News