দীপাবলির বোনাসে স্বপ্নের উপহার! কর্মীদের হাতে রয়্যাল এনফিল্ডের চাবি তুলে দিল এই কোম্পানি
শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই আলোর রোশনাইতে দীপাবলিকে বরণ করতে সেজে উঠেছে আট থেকে আশি। উৎসবের দিনে কাছের মানুষদের সাথে উপহার বিনিময় করা আমাদের বেশ আনন্দ দেয়।এমন সময়ে নিজের সংস্থার কর্মীদের শুভেচ্ছা জানাতে রকমারি উপহার তুলে দেয় মালিকরা। কর্মীদের এবার তেমনই অভিনব উপহার দিয়ে শিরোনামে তামিলনাড়ুর এক সংস্থা। চা প্রস্তুতকারক সংস্থার এই মালিক কর্মীদের মুখে প্রসন্নতা ফুটিয়ে তুলতে তুলে দিয়েছেন আস্ত একটি রয়্যাল এনফিল্ড। একেবারে চমকে যাওয়ার মত এই উপহার খুশির জোয়ার এনেছে কর্মীদের মধ্যে।
দীপাবলির বোনাসে নতুন Royal Enfield বাইক
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাইকের চাবি হাতে সংস্থার কর্মচারীরা খুশি মুখে দাঁড়িয়ে রয়েছে। ৪২ বছর বয়সী সংস্থার মালিক নিজেও তার পরিবারসম কর্মচারীদের সাথে বাইকে ঘুরেছেন। এই মূল্যবান উপহার পাওয়ার ফলে তাদের এ বছরের দীপাবলি যে অত্যন্ত স্মরণীয় হয়ে উঠেছে তা কর্মীদের চোখে মুখে প্রতিফলিত।
সংস্থার একজন কর্মী সংবাদমাধ্যমকে বলেছেন, "রয়্যাল এনফিল্ড দীপাবলীর উপহার হিসাবে পেয়ে এই বছর আলোর উৎসব আরো বিশেষ হয়ে উঠেছে। এর জন্য সংস্থার কর্ণধারের কাছে আমরা কৃতজ্ঞ। প্রায় ১৫টি রয়্যাল এনফিল্ড বাইক তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, যা আমরা কখনো আশা করিনি। আমরা এই সংস্থায় একসাথে কাজ করে নিজেদেরকে ধন্য মনে করছি।"
যদিও দীপাবলিতে এমন অভিনব উপহার দেওয়ার খবর এটাই প্রথম নয়। ইতিহাসের পাতা হাতড়ালে দেখা যাবে হারিয়ানার একটি ওষুধ নির্মাণকারী সংস্থা তার কর্মচারীদের দীপাবলীর উপহার হিসেবে একটি করে গাড়ি দিয়েছিল। প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর অর্থাৎ রবিবার দেশজুড়ে পালিত হবে দীপাবলি।
হিন্দু পুরাণ অনুযায়ী এই পবিত্র দিনে ভগবান শ্রীরাম তার ১৪ বছরের বনবাস শেষ করে এবং অত্যাচারী রাবণকে পরাজয় করে অযোধ্যায় ফিরে এসেছিলেন। এই কাহিনী স্মরণে রাখতে প্রত্যেক বছর সারা দেশবাসী তাদের বাড়ি আলোর রোশনাইয়ে সাজিয়ে থাকেন। অন্ধকারকে দূরে সরিয়ে আলোর জয় ও অশুভকে পরাজিত করে শুভশক্তির জাগরন ঘটাতে এই সময় শুভেচ্ছা এবং উপহার বিনিময়ের রীতি রয়েছে।