Tata Azura: বাজার কাঁপাবে টাটার নয়া গাড়ি, লঞ্চ কবে, কী কী ফিচার্স, খুঁটিনাটি জেনে নিন

By :  SUMAN
Update: 2023-09-13 02:55 GMT

টাটা মোটরস (Tata Motors) নতুন গাড়ি লঞ্চের বিষয়ে আলাদা রকমের উৎসাহ দেখাচ্ছে। যার মধ্যে অন্যতম ইলেকট্রিক মডেল। সম্প্রতি এদেশে Frest নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। মনে করা হয়েছিল, টাটা তাদের ২০২৩ অটো এক্সপো-তে উন্মোচিত Curvv-এর প্রোডাকশন ভার্সনটি এই নামে আনতে চলেছে। কিন্তু এখন তাদের Azuro নামের জন্য ট্রেডমার্ক দায়ের করার ফলে জল্পনার জল অধিক ঘোলা হয়েছে। অনুমান করা হচ্ছে, এই দুই নামের মধ্যে যে কোনো একটি নামে হাজির হতে পারে কুপ এসইউভি মডেল Tata Curvv।

Tata আনছে Curvv-এর প্রোডাকশন ভার্সন

২০২৪-এর শুরুতেই কার্ভ ইলেকট্রিক লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে টাটা। এর পর গাড়িটি আইসিই ভার্সনেও আসবে। টাটার নতুন ‘ডিজিটাল ডিজাইন’ সমেত আসবে গাড়িটি। অনুমান করা হচ্ছে, টাটার আসন্ন কার্ভ মডেলটি Azura নামে বাজারে আসবে। এতে থাকবে স্কোয়ার অফ হুইল আর্চ, একটি প্রমিনেন্ট শোল্ডার লাইন, বডি ক্ল্যাডিং এবং স্লোপিং রুফলাইন। ইন্টেরিয়রে অ্যাঙ্গুলার এলিমেন্ট সহ ৩-লেয়ার ড্যাশবোর্ড ডিজাইনের দেখা মিলতে পারে।

Tata Azura SUV-তে থাকবে ফ্রি স্ট্যান্ডিং ডুয়েল ডিজিটাল স্ক্রিন (একটি ইনফোটেনমেন্ট সিস্টেম এবং অপরটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের জন্য), ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্যানারামিক সানরুফ, ফ্লোটিং সেন্টার কনসোল, সেন্টার আর্মরেস্ট, ইলুমিনেটেড লোগো সহ নতুন টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং রোটারি গিয়ার সিলেক্টর।

নতুন টাটা আজুরা ইভি ব্র্যান্ডের জিপট্রন টেকনোলজি পেতে চলেছে। এতে ৪০০ থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ অফার করা হবে। যদিও বিস্তারিত ব্যাটারি স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। Curvv SUV-র আইসিই ভার্সনে থাকবে একটি নতুন ১.২ লিটার TGDi পেট্রল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ১২৫ বিএইচপি শক্তি এবং ২২৫ এনএম টর্ক পাওয়া যাবে। নতুন নির্গমন মাপকাঠি মেনে দেওয়া হতে পারে E20 জ্বালানিতে চলতে সক্ষম ইঞ্জিন। ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনে অফার করা হবে বলে আশা করা হচ্ছে।

Tags:    

Similar News