Tata Curvv: মাত্র ২১,০০০ টাকায় শুরু হল টাটার নতুন গাড়ির বুকিং, দেখলে মুগ্ধ হবেন

By :  SUMAN
Update: 2024-07-16 12:09 GMT

আগামী ৭ আগস্ট লঞ্চ হতে চলেছে টাটা কার্ভ এসইউভি। পেট্রল, ডিজেল, এবং ইলেকট্রিক তিন ভার্সনেই আসবে এই গাড়ি। সংস্থার তরফে বিগত কয়েক দিন ধরে কার্ভের প্রচার চালানো হচ্ছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, টাটার নির্বাচিত ডিলারশিপে গাড়িটির বুকিং আনঅফিশিয়ালি শুরু হয়ে গিয়েছে। অগ্রিম বুক করতে খরচ হচ্ছে ২১,০০০ টাকা।

জানা গিয়েছে, টাটা কার্ভ ৫৫-৫৬ কিলোওয়াট ব্যাটারি প্যাকের সঙ্গে আসবে। ফুল চার্জে ৫৫০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে এটি। বাস্তবিক পরিস্থিতিতে যা ৪৩০-৪৫০ কিলোমিটারে দাঁড়াতে পারে। ফলে কার্ভ টাটার সবচেয়ে বড় ব্যাটারি যুক্ত ফ্ল্যাগশিপ ইলেকট্রিক ভেহিকেল হবে। আগস্টে লঞ্চের আগেই জুলাইয়ের শেষ নাগাদ গাড়িটি ডিলারশিপে পৌঁছে যাবে বলে আশা করা যায়।

টাটা কার্ভে অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট সহ ১২.৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, প্যানারামিক সানরুফ, ব্লাইন্ড স্পট ডিটেকশন সহ ৩৬০ ডিগ্রি ক্যামেরা, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট,ওয়্যারলেস চার্জার, মাল্টি ফাংশনাল স্টিয়ারিং হুইল, এবং দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস মিলতে পারে বলেও জল্পনা চলছে।

অন্যদিকে, টাটা কার্ভ গাড়িটির ডিজেল ভ্যারিয়েন্টে অ্যালট্রোজ ও নেক্সনে ব্যবহৃত ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন থাকতে পারে। তবে টার্বো পেট্রল পাওয়ারট্রেন সম্পর্কে বেশি কিছু সামনে আসেনি। গিয়ারবক্সের মধ্যে থাকবে সিক্স স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন অপশন।

Tags:    

Similar News