Tata-র ইলেকট্রিক গাড়ি লিজে নিল রাজ্য সরকার, ব্যবহার করবে কলকাতা পুলিশ

By :  techgup
Update: 2022-06-07 08:46 GMT

গত রবিবার বিশ্ব পরিবেশ দিবশ উপলক্ষ্যে সরকারি কাজে নিযুক্ত হল সতেরোটি টাটা নেক্সন ইভি (Tata Nexon EV) বৈদ্যুতিক গাড়ি। সূত্রের খবর, নজরদারি চালানোর কাজে সেগুলি ব্যবহার করবে কলকাতা পুলিশ। আপাতত গাড়িগুলি আট বছরের জন্য লিজে নিয়েছে রাজ্য। জ্বালানি খরচ বাঁচিয়ে দূষণ কমানো এবং পুরনো ডিজেল গাড়ি বন্ধ করতে এই ধরনের পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারের ছাড়পত্র দিয়েছে প্রশাসন।

এ দিন পুলিশ অ্যাথলেটিক ক্লাবে সবুজ পতাকা নেড়ে সাদা রঙের গাড়িগুলিকে একে একে অভ্যর্থনা জানানো হয়। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে সামাজিক গণমাধ্যমে। কলকাতায় আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবহারের জন্য টাটা নেক্সন ইভির দরজায় পুলিশের লোগো রয়েছে। বনেটের উপর নীল রঙের স্ট্রিপ টানা।

প্রসঙ্গত, নেক্সন ইভি লিজে নেওয়ার জন্য গত বছর টাটার সঙ্গে হাত মেলানোর ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। এই খাতে নবান্নর তরফে ৮ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেপ্টেম্বরে পুলিশের হাতে এসেছিল আরও ২২৬টি নেক্সন ইভি। তারা জানিয়েছে, আগামী দিনে নজরদারির জন্য ইলেকট্রিক সাইকেলও ব্যবহার করবে সাদা উর্দিধারীরা।

এছাড়া, জ্বালানি খরচ কমিয়ে টাকার সাশ্রয় করতে কলকাতা পুলিশের কাছে এখন দুশোটি বৈদ্যুতিক কিট আছে। যা দিয়ে তাদের মোটরসাইকেল/স্কুটারকে ব্যাটারিচালিত দু'চাকায় রূপান্তর করা যাবে‌। প্রসঙ্গত, টাটা নেক্সন ইভি দেশের সর্বাধিক বিক্রিত বিদ্যুৎ চালিত গাড়ি। ১৫ লাখের মধ্যে এটিই একমাত্র ইলেকট্রিক এসইউভি। এক চার্জে বাস্তবে ২৪০-২৫০ কিমি অব্দি চলে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও বেশ কয়েকটি রাজ্যের পুলিশ এই গাড়ি ব্যবহার করে।

Tags:    

Similar News