Tata-র ইলেকট্রিক গাড়ি বিক্রি 158% বেড়ে নতুন রেকর্ড গড়ল, শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি

By :  SUMAN
Update: 2022-11-02 05:39 GMT

নভেম্বরের প্রথম দিনে টাটা মোটরস (Tata Motors) নিজেদের গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। যেখানে দেখা গেছে গত মাসে অর্থাৎ অক্টোবরে ভারতের বাজারে সংস্থাটি মোট ৪৫,৪২৩ ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছে। তুলনাস্বরূপ গত বছর উৎসবের এই মাসে সংস্থার বেচাকেনা হয়েছিল ৩৪,১৫৫টি। ফলে এ বছর গাড়ির বিক্রি ৩৩% বৃদ্ধি পেয়েছে টাটার। Maruti Suzuki এবং Hyundai-এর পর দেশের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতার তকমা বজায় রাখতে পেরেছে তারা।

আবার গত মাসে বিদেশের বাজার মিলিয়ে টাটা মোট ৭৮,৩৩৫টি গাড়ি বিক্রি করেছে। এটিও গত বছরের ওই সময়ের তুলনায় অনেকটাই বেশি। গত বছর অক্টোবরে এর সংখ্যা ছিল ৬৭,৮২৯। ফলে এ বছরের অক্টোবরে টাটার গাড়ি বিক্রিতে ১৫.৪৮ শতাংশ অগ্রগতি ঘটেছে।

এদিকে গত মাসে মোট ৪৫,২১৭ জন ভারতীয় গ্রাহক টাটার যাত্রী গাড়ি বাড়ি নিয়ে এসেছেন। আবার দেশের বাজারে বিক্রি ও রপ্তানি মিলিয়ে মোট ৪,২৭৭টি ইলেকট্রিক গাড়ি বেচেছে টাটা। ২০২১-এর অক্টোবরে যার পরিমাণ ছিল মাত্র ১,৬৬০ ইউনিট। ফলে গত মাসে আগের বছরের অক্টোবরের তুলনায় বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে ১৫৮ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

বর্তমানে টাটার বেস্ট সেলিং মডেল হল কম্প্যাক্ট এসইউভি Nexon। ৪ মিটারের কম এসইউভি গাড়িটি দীর্ঘদিন ধরেই ভারতের বেস্ট-সেলিং এসইউভি মডেলের তকমা ধরে রেখেছে। অন্যদিকে মাইক্রো এসইউভি হিসেবে Tata Punch নিজের জনপ্রিয়তা ক্রমশই বাড়িয়ে চলেছে। এছাড়া টাটার বিক্রিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে Altroz ও Tiago। এদিকে খুব শীঘ্রই টাটা Harrier এবং Safari গাড়ি দুটির ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Tags:    

Similar News