রূপে-গুণে নজর কাড়বে, অটো এক্সপোতে তিন দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি আনছে Tata Motors
আর ক'দিন পরেই নয়ডায় অনুষ্ঠিত হতে চলেছে অটো-এক্সপো প্রদর্শনীর ২০২৩ সংস্করণ। যার আসরে বিভিন্ন গাড়ি সংস্থা তাদের হরেক আকর্ষণীয় মডেল দর্শকদের দেখানোর জন্য মুখিয়ে রয়েছে। যার মধ্যে অন্যতম টাটা মোটরস (Tata Motors)। দেশীয় সংস্থাটি প্রর্দশনী অনুষ্ঠানে তাদের বিদ্যমান ইলেকট্রিক গাড়ি যেমন – Nexon EV, Tigor EV ও Tiago EV-তো জনসমক্ষে আনবেই। এর পাশাপাশি Safari ও Harrier SUV-এর আপডেটেড মডেলের উপর থেকে পর্দা সরাতে চলেছে বলে খবর।
এছাড়াও টাটা এ বছর অটো এক্সপো-তে তাদের তিনটি নতুন ইলেকট্রিক মডেল হাজির করার প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে, সংস্থাটির পরবর্তী ইলেকট্রিক মডেলটি সংস্থার আইসিই সাব কম্প্যাক্ট এসইউভি Punch-এর উপর ভিত্তি করে আসবে। এছাড়া গত বছর উন্মোচিত Curvv SUV এবং Avinya EV কনসেপ্ট মডেল আত্মপ্রকাশ করবে সেখানে।
Tata Punch EV
দ্বিতীয় প্রজন্মের SIGMA প্ল্যাটফর্মের উপর ভর করে Tata Punch EV গাড়িটির ডিজাইন করা হবে। এই প্ল্যাটফর্মটি বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য বিশেষভাবে নির্মিত। যা থেকে ট্রান্সমিশন টানেল বাদ দিয়ে একটি ফ্ল্যাট ফ্লোর বোর্ড রাখা হয়েছে। যাতে বড় ব্যাটারি প্রতিস্থাপিত করা যায়। অনুমান করা হচ্ছে গাড়িটি দুটি ব্যাটারি প্যাকের বিকল্পে হাজির হবে – একটিতে থাকবে ২৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি যা Tigor EV-তেও রয়েছে, অন্যটি Nexon EV-র মতো ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ আসবে। এর রেঞ্জ ৩০০ কিমি হতে পারে।
Tata Curvv
গত বছর এপ্রিলে টাটা তাদের Curvv EV কনসেপ্ট মডেলটির ঝলক দেখিয়েছিল। সংস্থাটি নিশ্চিত করেছে তাদের এই এসইউভি ক্যুপ গাড়িটি একাধিক পাওয়ারট্রেনের বিকল্পে হাজির হবে। যেমন – পিওর ইভি পেট্রোল এবং ডিজেল। Nexon রেঞ্জে ব্যবহৃত X1 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে এটি। এতে দেওয়া হতে পারে ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা গাড়িটিকে ৪০০ কিলোমিটার রেঞ্জ পেতে সাহায্য করবে। এটি MG ZS EV, Hyundai Kona EV ও Mahindra XUV400-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। লম্বায় গাড়িটি ৪.৩ মিটার হতে পারে।
Tata Avinya
Avinya হল টাটার সর্বপ্রথম কনসেপ্ট মডেল, যেটি তৃতীয় প্রজন্মের আর্কিটেকচার ‘বর্ন ইলেকট্রিক’-এর উপর ভিত্তি করে আনা হয়েছিল। এর ফলে এতে আরও বড় কেবিনের দেখা মিলবে। গাড়িটির পাওয়ারট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তৃতীয় প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি গাড়ির রেঞ্জ ৫০০ কিলোমিটারের বেশি রাখার পরিকল্পনা করছে টাটা।