Mahindra XUV300: সামনের বছর লঞ্চ, টাটার সঙ্গে পাঙ্গা নিতে বৈদ্যুতিক গাড়ি আনছে মাহিন্দ্রা
যাত্রীবাহী বৈদ্যুতিক চার চাকার গাড়ির বাজারে মাহিন্দ্রা (Mahindra)-র পদার্পণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনার দানা বেঁধেছিল। অবশেষে আজ দেশীয় সংস্থাটি তাদের বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসার প্রসঙ্গে নিশ্চিত বার্তা দিয়েছে। মাহিন্দ্রার প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক মডেল হিসেবে বাজারে পা রাখবে তাদের বিদ্যমান প্রথাগত জ্বালানির গাড়ি XUV300। ২০২৩-এর প্রথম ত্রৈমাসিকের মধ্যে আনা হবে গাড়িটি। আবার আগস্টে Mahindra XUV300 EV-র ঝলক দেখানো হবে বলে অনুমান করা হচ্ছে।
২০২০ অটো এক্সপো’তে মাহিন্দ্রা KUV ব্যাটারি চালিত মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছিল। তবে একাধিক সূত্রে দাবি করা হয়েছিল যে সংস্থার আসন্ন প্রথম বৈদ্যুতিক মডেলটি আর কেউ নয়, বরং সাব কম্প্যাক্ট এসইউভি XUV300। এবার তাতে সিলমোহর দিল সংস্থা নিজেই। এক সাংবাদিক সম্মেলনে মাহিন্দ্রার কার্যনির্বাহী আধিকারিক রাজেশ জেজুরিকার বলেন, “আমরা XUV300-এর বৈদ্যুতিক ভার্সন লঞ্চ করতে চলেছি। আশা করা হচ্ছে এটি পরের বছরের প্রথম প্রান্তিকে বাজারে আনা হবে।”
তবে যেই তাৎপর্যপূর্ণ বিষয়টি জেজুরিকার জানান, তা হচ্ছে আসন্ন XUV300 EV একটি সাব-ফোর মিটার গাড়ি নয়। কারণ এটি দৈর্ঘ্যে ৪.২ মিটার। যা থেকে স্পষ্ট, আসন্ন গাড়িটি ভারত সরকার যানজট কমানোর জন্য ৪ মিটারের কম দৈর্ঘ্যের গাড়িতে যে ছাড় দেয়, তার আওতায় পড়বে না। তবে এটি বাজারে আসলে অসংখ্য গ্রাহকের মন টানবে বলে ধারণা অনেকের। যা পরিবেশের পক্ষেও সহায়ক হবে।
বর্তমানে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে একচেটিয়া রাজ টাটার। সংস্থার Nexon EV ভারতের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ির মডেল। আবার সম্প্রতি আরও বড় ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে Nexon EV Max। যাকে টক্কর দিতেই বাজারে আনা হচ্ছে XUV300 EV। দামের দিক থেকেও গাড়ি দু'টির মিল থাকতে পারে। এর মূল্য ১৩ লাখ টাকার বেশি রাখা হবে বলেই ধারণা।