আরও শক্তিশালী ইঞ্জিন, সঙ্গে সুন্দর ডিজাইন, Tata Nexon এর ফেসলিফ্ট ভার্সন চমকে দেবে
ভারতের এসইউভি (SUV) গাড়ির দুনিয়ায় দীর্ঘদিন ধরেই নিজের আধিপত্য বজায় রেখেছে টাটা মোটরস (Tata Motors)। তাদের Nexon মডেলটির এক্ষেত্রে সর্বাধিক অবদান। এটি সংস্থার পাশাপাশি এদেশেরও বেস্ট-সেলিং এসইউভি মডেল। এবারে টাটার সেই তুরুপের তাস ব্যাপকভাবে আপডেট পেতে চলেছে। বহির্ভাগ, কেবিন এমনকি ইঞ্জিনেও নতুনত্বের ছোঁয়া সমেত আসতে চলেছে গাড়িটি। যদিও অফিশিয়াল লঞ্চের দিনক্ষণ এবং গাড়িটির বিস্তারিত স্পেসিফিকেশন সম্পর্কে মুখ খোলেনি টাটা। তবে মনে করা হচ্ছে, আগামী আগস্ট মাসের মধ্যেই লঞ্চ হবে নতুন প্রজন্মের টাটা নেক্সন (Tata Nexon)।
Tata Nexon facelift-এর ডিজাইন
এ বছর জুলাই নাগাদ ফেসলিফ্ট ভার্সনের উৎপাদন শুরু হতে পারে বলে সূত্রের খবর। প্রতি মাসে গাড়িটির প্রায় ১৫,০০০ ইউনিট নির্মাণের লক্ষ্যে এগোচ্ছে কোম্পানি। রঞ্জনগাঁও-তে টাটার কারখানায় ২০২৩ নেক্সন ফেসলিফ্টের উৎপাদন হবে। ডিজাইন এবং স্টাইলিং এর দিক থেকে এটি এবছর অটো এক্সপো-তে প্রদর্শিত সংস্থার Curvv SUV ক্যুপ কনসেপ্ট মডেলের থেকে অনুপ্রাণিত হতে পারে।
ডিজাইনের বেশিরভাগ পরিবর্তন সম্মুখেই লক্ষ্য করা গিয়েছে। যেমন ডায়মন্ড আকৃতির নতুনত্ব ডিজাইনের গ্রিল, এবং আগের চাইতে সামান্য নিচে অবস্থিত হেডল্যাম্প। বিদ্যমান মডেলটির চাইতে এর সামনের অংশটি অধিক চওড়া এবং সোজা। এটি নতুন অ্যালয় হুইল আপডেট হিসেবে পেতে পারে। আবার পেছনের অংশেও কিছুটা নতুনত্ব নজরে পড়বে বলেই ধারণা। টেলগেটের ডিজাইন আগের চিইতে অধিক ফ্ল্যাট হবে। টেল বাম্পারের সাথে টেলল্যাম্প, এলইডি লাইট বার দ্বারা সংযুক্ত থাকবে।
Tata Nexon facelift-এর কেবিন
2023 Tata Nexon facelift-এর কেবিনে একটি নতুন ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের দেখা মিলবে। যা Tata Harrier এবং Safari-তেও উপস্থিত। সবচেয়ে বড় আপডেট হিসেবে থাকতে পিরে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি বৃহত্তর সানরুফ, ৩৬০ ডিগ্রী ক্যামেরা এবং কুল্ড সিট। জল্পনা শোনা যাচ্ছে, সাব কম্প্যাক্ট এসইউভি মডেলটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) সমেত আসতে পারে। তেমনটি হলে উক্ত সেগমেন্টের মধ্যে নেক্সন প্রথম মডেল হিসেবে অ্যাডাস প্রযুক্তি পেতে চলেছে।
Tata Nexon facelift-এর ইঞ্জিন
Tata Nexon facelift একটি নতুন ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন পেতে চলেছে। যা থেকে সর্বোচ্চ ১২৫ বিএইচপি শক্তি এবং ২২৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এটিকে গাড়িটির বর্তমান বাজার চলতি মডেলটির আউটপুট ১২০ বিএইচপি এবং ১৭০ এনএম। এর ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনটি থেকেও একই ক্ষমতা উৎপন্ন হয়।