সর্বাধিক বিক্রিত SUV গাড়ির তকমা ধরে রাখল Tata Nexon, অল্পের জন্য দ্বিতীয় Hyundai Creta, প্রথম পাঁচে আর কে
ভারতের এসইউভি গাড়ির বাজার উত্তরোত্তর চাঙ্গা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে এ বছর দেশে প্রতি পাঁচ জনের মধ্যে দু’জন একটি এসইউভি মডেল বেছে নিয়েছেন। সুযোগ বুঝে সংস্থাগুলিও বাজারে এই সেগমেন্টে গাড়ির লাইন খাড়া করে দিয়েছে। এসইউভি গাড়ি তৈরিতে অন্যতম সেরা সংস্থাগুলি হল টাটা (Tata), মাহিন্দ্রা (Mahindra) এবং হুন্ডাই (Hyundai)। পিছিয়ে নেই কিয়া (Kia)। তবে জুন মাসে বিক্রিতে পিছিয়ে পড়তে দেখা গেছে মাহিন্দ্রাকে। গত মাসে দেশে সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচটি এসইউভি গাড়ির মধ্যে মাথা গলাতে পারেনি সংস্থাটি। আসুন গত মাসে দেশে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ি কোনগুলি দেখে নেওয়া যাক।
Tata Nexon
বরাবরের মতো জুনেও তালিকার শীর্ষস্থান নিজের জিম্মায় রেখেছে সাব-কম্প্যাক্ট এসইউভি Tata Nexon। জুনে ১৪,২৯৫টি এই গাড়ি বিক্রি হয়েছে। মে মাসে বিক্রি অঙ্ক ছিল সামান্য বেশি (১৪,৬১৪)। বাজারে এর বৈদ্যুতিক ভার্সন Nexon EV অনেকদিন আগেই নিয়ে এসেছে টাটা। সম্প্রতি নতুন প্রজন্মের Maruti Suzuki Brezza , Hyundai Venue, ও Toyota Urban Cruiser Hyryder লঞ্চ হওয়ার কারণে আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়বে এটি।
Hyundai Creta
Tata Nexon-কে বিনা যুদ্ধে এক চুল জমি ছাড়তে নারাজ Hyundai Creta। বিগত কয়েক বছর ধরে এটি হুন্ডাই মোটরের বেস্ট সেলিং মডেল হিসেবে পরিচিতি তৈরি করে আসছে। ২০২০ অটো এক্সপো-তে নয়া ভার্সনে লঞ্চের পর থেকে Creta-কে আর পায় কে! নতুন সংস্করণের বিক্রি পরিমাণ আগের মডেলের থেকেও বেশি। গত মাসে মোট ১৩,৭৯০ ইউনিট বিক্রি হয়েছে গাড়িটি। চাহিদা বৃদ্ধির জন্য দীর্ঘ ওয়েটিং পিরিয়ড সত্ত্বেও জনপ্রিয়তায় এতোটুকু ভাটা পড়েনি। তবে Toyota Urban Cruiser Hyryder ও Maruti Brezza এসে প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে।
Tata Punch
ভারতের সর্বাধিক সুরক্ষিত গাড়ির মধ্যে প্রথম থেকেই পয়লা নম্বরের দখলদার Tata Punch। লঞ্চের পর থেকেই গাড়িটি নিজের জনপ্রিয়তা ক্রমশ বাড়িয়েছে। গত মাসে মোট ১০,৪১৪টি পাঞ্চ বেচেছে টাটা। আগামী ২০ জুলাই Citreon C3 লঞ্চ হলে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়বে Punch।
Hyundai Venue
সাব কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে নিজেদের অবস্থান শক্তপোক্ত করতে নতুন প্রজন্মের Venue লঞ্চ করেছে Hyundai। ফিচারে ঠাসা গাড়িটির বিক্রি আগামীতে আরও বাড়বে বলেই আশাবাদী সংস্থা। যদিও পুরনো মডেলটি বিক্রির ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছে। গত মাসে Hyundai Venue মোট ১০,৩২১ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। Nexon-এর মতো এটিও Maruti Suzuki Brezza-র সাথে টক্কর নিচ্ছে।
Kia Seltos
তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থার গাড়ি Kia Seltos। কিয়ার ফ্ল্যাগশিপ কম্প্যাক্ট এসইউভি Seltos-এর অনুরাগীর সংখ্যা বাজারে নিহাত কম নেই। জুনে মোট ৮,৩৮৮ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে গাড়িটি। এদিকে গত বছর ওই সময়ে এর বেচাকেনার পরিমাণ ছিল ৮,৫৪৯ ইউনিট।