সস্তায় ক্রেতাদের ইলেকট্রিক SUV-র স্বপ্নপূরণ করছে Tata, ফুল চার্জে টানা 421 কিমি চলছে

By :  techgup
Update: 2024-01-31 08:22 GMT

Tata Motors সম্প্রতি ভারতের বাজারে Punch EV লঞ্চ করেছে। দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক SUV হিসাবে এসেছে এটি। এবার দেশজুড়ে গ্রাহকদের কাছে গাড়িটি পৌঁছে দেওয়ার কাজ বা ডেলিভারি শুরু করে দিল তারা। জানিয়ে রাখি, টাটা পাঞ্চ ইভি-এর দাম ১০.৯৩ লাখ টাকা থেকে শুরু হয়ে ১০.৪৯ লক্ষ টাকা (এক্স শোরুম) পর্যন্ত গিয়েছে। তবে এই দাম আজ অর্থাৎ ৩১শে জানুয়ারি পর্যন্তই কার্যকর থাকবে। কারণ আগামী ১লা ফেব্রুয়ারি থেকেই টাটার সমগ্র যাত্রীবাহী গাড়ির দাম ০.৭% পর্যন্ত বাড়তে চলেছে।

Tata Punch EV: ভ্যারিয়েন্ট

মাইক্রো এসইউভি টাটা পাঞ্চ ইভি স্ট্যান্ডার্ড এবং লং রেঞ্জ ভার্সনে উপলব্ধ। তবে সবমিলিয়ে ভ্যারিয়েন্ট মোট পাঁচটি- স্মার্ট, স্মার্ট প্লাস, অ্যাডভেঞ্চার, এম্পাওয়ার্ড এবং এম্পাওয়ার্ড প্লাস। এর মধ্যে স্মার্ট এবং স্মার্ট প্লাস ভ্যারিয়েন্ট দুটি কেবলমাত্র স্ট্যান্ডার্ড অপশনেই পাওয়া যাবে। পরের তিনটিতে স্ট্যান্ডার্ড এবং লং রেঞ্জ দুই ধরনেরই ভার্সন উপলব্ধ রয়েছে।

Tata Punch EV: ব্যাটারি ও রেঞ্জ

স্ট্যান্ডার্ড এবং লং রেঞ্জে দুই ধরনের ব্যাটারি প্যাক বর্তমান। প্রথমটিতে ২৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি আর অন্যটিতে ৩৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। ছোট ব্যাটারিটি এক চার্জে ৩১৫ কিমি রাস্তা পাড়ি দিতে সাহায্য করে। অন্যদিকে বড় ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে প্রায় ৪২১ কিমি রাস্তা চলার ক্ষমতা রাখে বলে দাবি করা হয়েছে।

Tata Punch EV: ফিচার্স

টাটা পাঞ্চ ইভি-র টপ মডেল অর্থাৎ এম্পাওয়ার্ড প্লাস ভ্যারিয়েন্টে একাধিক ফিচার উপলব্ধ রয়েছে। যেমন ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস চার্জার, এয়ার পিউরিফায়ার, সামনের দিকের ভেন্টিলেটেড সিট, অটো ডিমিং আইআরভিএম ইত্যাদি।

Tags:    

Similar News