Tata দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক এসইউভি আনছে, পুজোয় লঞ্চ, এক চার্জেই 300 কিমি
বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তায় প্লাবন প্রত্যক্ষ করে প্রায় প্রতিটি সংস্থাই নিজেদের ব্যাটারি চালিত মডেল সংখ্যা বাড়ানোর অদম্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে সর্বাগ্রে টাটা মোটরস (Tata Motors)। দীর্ঘদিন ধরেই সংস্থাটি তাদের সাব-কম্প্যাক্ট এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সন পরীক্ষা করছে। চলতি বছরেই লঞ্চের টার্গেট নেওয়া হয়েছে। তার আগেই রাস্তায় আরও একবার Tata Punch EV-র টেস্ট ড্রাইভ করতে দেখা গিয়েছে। পুজোর মরসুমে বাজারে পা রাখতে পারে এটি। ফিচার থাকবে প্রচুর।
Tata Punch EV: ডিজাইন ও ফিচার্স
ফাঁস হওয়া ছবি থেকে গাড়িটির পেট্রল ভার্সনের তুলনায় বৈদ্যুতিক মডেলে বেশি ফিচার থাকবে বলে জানা গিয়েছে। ডিজাইনের প্রসঙ্গে বললে মডেল দুটির মধ্যে তেমন একটা ফারাক বোঝা যাবে না। কেবল ইলেকট্রিক হওয়ার সুবাদে কিছু বিশেষত্ব বাদে। এতে নতুন টু-স্পোক স্টিয়ারিং হুইল, ৩৬০ ডিগ্রি পার্কিং ক্যামেরা, চার চাকায় ডিস্ক ব্রেক, নতুন এরোডিনামিক অ্যালয় হুইলের দেখা মিলেছে।
Tata Punch EV: ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স
Punch EV টাটার প্রথম ইলেকট্রিক গাড়ি, যেটি ALFA প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। অনুমান করা হচ্ছে, গাড়িটি একটি ২৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত হাজির হবে। ফুল চার্জে যা ২৫০ থেকে ৩০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে পারবে। আর ইলেকট্রিক মোটর থেকে উৎপন্ন হওয়া শক্তির পরিমাণ হতে পারে ৬০ বিএইচপি। ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট
করবে বলে আশা করা যায়।
Tata Punch EV: দাম ও প্রতিপক্ষ
নতুন Tata Punch EV ভারতে এ বছর পুজোতে লঞ্চ হতে পারে। দাম ১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে বলেই অনুমান। সেক্ষেত্রে এটি হতে চলেছে দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক এসইউভি। গাড়িটির সাথে প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বিতায় শামিল হবে Citroen eC3।