Hyundai Micro SUV: হুন্ডাই এর সস্তা মাইক্রো এসইউভি ভারতে চলে এল, টাটা পাঞ্চকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ
Hyundai Verna বড় মেকওভারের সঙ্গে সদ্য ভারতে লঞ্চ হয়েছে। দুর্ধর্ষ ফিচার্স ও স্টাইলিশ ডিজাইনের কারণে সেডানটিকে নিয়ে চর্চা তুঙ্গে। এরই মাঝে দক্ষিণ কোরিয়ান সংস্থাটির তাদের পরবর্তী মডেল হিসাবে নতুন মাইক্রো এসইউভি (SUV) এর উপর কাজ শুরু করে দিল। যা ২০২৩ এর পুজোর মরসুমে Tata Punch এর প্রতিপক্ষ হিসাবে লঞ্চ হতে পারে। ভারতের রাস্তায় ব্যাপকভাবে ক্যামোফ্ল্যাজ করা অবস্থায় গাড়িটির ছবি এই প্রথম ক্যামেরাবন্দি হয়েছে। আপাতত একটি সাংকেতিক নামও রাখা হয়েছে – Hyundai Ai3। গাড়িটি সংস্থার নতুন ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং বক্সি স্টাইলের সঙ্গে আসবে।
Hyundai Ai3 ডিজাইন
Hyundai Ai3-এর ডিজাইন এবং স্টাইল Casper-এর থেকে ভিন্ন হবে, যা বিভিন্ন দেশে বর্তমানে বিক্রি করা হয়। Ai3-তে রয়েছে ভিন্ন ডিজাইনের বডি প্যানেল এবং Venue-এর থেকে অনুপ্রাণিত স্প্লিট সেটআপ হেডল্যাম্প, নতুন এলইডি ডিআরএল, সার্কুলার ফগ ল্যাম্প, অ্যালয় হুইল এবং অ্যাঙ্গুলার টেলল্যাম্প।
Hyundai Ai3 আকার
গাড়িটির লোয়ার ভ্যারিয়েন্টে দেওয়া হতে পারে স্টিলের হুইল। Hyundai Ai3-এর প্ল্যাটফর্মটি Grand i10 Nios হ্যাচব্যাকের সাথে শেয়ার করা হবে। গাড়িটি লম্বায় ৩.৮ মিটার হবে বলে অনুমান করা হচ্ছে। সে দিক থেকে বলা যায়, এটি এসইউভি গোত্রের মধ্যে দেশের ক্ষুদ্রতম মডেল হিসেবে আসবে।
Hyundai Ai3 ইন্টেরিয়ার ডিজাইন
Ai3-এর কেবিন কেমন হবে, সেই তথ্য এখনও সুস্পষ্ট নয়। আশা করা হচ্ছে, এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কানেক্টিভিটি সহ একটি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে। এছাড়া একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, একটি সানরুফ, রিয়ার এসি ভেন্টস এবং কানেক্টেডকার টেকনোলজির দেখা মিলতে পারে।
Hyundai Ai3 ইঞ্জিন ও সম্ভাব্য দাম
Hyundai Ai3-এর চালিকাশক্তি জোগতে থাকছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা Grand i10-এও ব্যবহার করা হয়েছে। মোটরটি থেকে সর্বোচ্চ ৮৩ বিএইচপি শক্তি এবং ১১৩.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। হুন্ডাই গাড়িটি সিএনজি ফুয়েল বিকল্পেও হাজির করতে পারে। ম্যানুয়াল এবং অটোমেটিক উভয় ট্রান্সমিশনে বেছে নেওয়া যাবে গাড়িটি। নতুন মাইক্রো এসইউভি মডেলটির মূল্য ৬-১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।