Tata Punch: সেফটিতে টাটা-ই সেরা, হাফ ডজন এয়ারব্যাগ পেতে চলেছে পাঞ্চ SUV

By :  SUMAN
Update: 2023-12-15 14:09 GMT

গ্লোবাল এনক্যাপ টেস্টের অনুরূপে গাড়ির সুরক্ষা যাচাইয়ে দেশে চালু হয়েছে নতুন মাপকাঠি। যার নাম ভারত এনক্যাপ (Bharat NCAP)। দেশীয় ক্র্যাশ টেস্টে যে গাড়িগুলির প্রথম পরীক্ষা হচ্ছে তার মধ্যে অন্যতম টাটা পাঞ্চ (Tata Punch)। সংস্থা এখনও কিছু না বললেও, এই মাইক্রো এসইউভি যাত্রী সুরক্ষায় ছয়টি এয়ারব্যাগ পেতে চলেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গাড়িটির মূল প্রতিদ্বন্দ্বী হুন্ডাই এক্সটার (Hyundai Exxter) আগেই ছয়টি এয়ারব্যাগ পেয়েছে।

Tata Punch ছয়টি এয়ারব্যাগ অফার করবে

ভারত এনক্যাপের (BNCAP) তরফে টাটা পাঞ্চের ছয়টি এয়ারব্যাগ সমেত মডেল হাজির হতে চলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এতে ডুয়েল ফ্রন্টাল এয়ারব্যাগ উপলব্ধ। আপডেট দেওয়া হলে, দুই পার্শ্বে এমনকি কার্টেনেও এয়ারব্যাগ যোগ হবে। এখন দেখার বিষয়, ছয়টি এয়ারব্যাগ টাটা পাঞ্চের প্রতিটি ভ্যারিয়েন্টেই অফার করা হয়, নাকি শুধুমাত্র হায়ার-এন্ড মডেলগুলির জন্য বরাদ্দ থাকে।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, টাটা পাঞ্চের প্রতিপক্ষ এক্সটার কিন্তু ছয়টি এয়ারব্যাগ সহ এসেছে। প্রতিটি ভ্যারিয়েন্টেই এই বৈশিষ্ট্য উপলব্ধ। এর আগে গ্লোবাল এনক্যাপ (GNCAP) থেকে টাটা পাঞ্চ ফাইভ স্টার সেফটি রেটিং অর্জন করেছিল। এমনকি একসময় দেশের সর্বাধিক সুরক্ষিততম গাড়ির তকমা পেয়েছিল। যে কারণেই বিএনক্যাপ থেকেও ৫-তারার সুরক্ষার মানপত্র পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, বর্তমানে টাটা মোটরস ভারতে Punch-এর প্রারম্ভিক দাম রেখেছে ৬ লাখ রেখেছে। এর টপ-এন্ড মডেলটির মূল্য ১০.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এসইউভি মডেলটিতে একটি ১.২ লিটার থ্রি সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন অফার করা হয়। যা থেকে সর্বোচ্চ ৮৭ এইচপি শক্তি এবং ১১৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ৫-স্পিড এমটি এবং ৫-স্পিড এএমটি গিয়ারবক্স সমেত উপলব্ধ। গাড়িটি সিএনজি ভার্সনেও বিক্রি করে টাটা।

Tags:    

Similar News