2023 অর্থবর্ষে রেকর্ড গাড়ি বিক্রি Tata Motors এর, SUV-র চাহিদায় ভাটা পড়ার লক্ষণই নেই
ভারতের অটোমোবাইল জয়েন্ট টাটা মোটরস (Tata Motors)-এর অন্দরমহলে খুশির পরব। তাদের যাত্রীবাহী গাড়ির বিক্রি নয়া রেকর্ড গড়লো। ২০২২-২৩ অর্থবর্ষ শেষ হতেই একে একে বিভিন্ন গাড়ি কোম্পানির গত এক বছরে বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবারে যেমন টাটার খবর সামনে এলো। তথ্য বলছে গত আর্থিক বছরে সংস্থাটি মোট ৫,৩৮,৬৪০টি প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রি করেছে। তুলনাস্বরূপ এক বছর আগের বেচাকেনার পরিমাণ ছিল ৩,৭০,৩৭২। ফলে ২০২২-২৩-এর বিক্রিতে ৪৫.৪৩ শতাংশ উত্থান ঘটতে দেখা গেছে। যা সংস্থার ইতিহাসে একটি রেকর্ড।
বিক্রির নিরিখে বর্তমানে Maruti Suzuki এবং Hyundai-এর পরবর্তী স্থানে থাকা টাটা মোটরসের বেচাকেনায় সর্বাধিক অবদান রেখেছে তাদের এসইউভি (SUV) মডেল Nexon, Punch, Harrier ও Safari। এই মডেলগুলির বিক্রির পরিমাণ সংস্থার মোট বেচাকেনার ৬৬%। এদিকে মার্চ ২০২৩-এ টাটা মোট ৪৪,০৪৪ নতুন ক্রেতার মুখ দেখেছে। যেখানে আগের বছর ওই সময়ে এই সংখ্যাটি ছিল ৪২,২৯৩। ফলে গত মাসের বিক্রিতে ৪% বৃদ্ধি নজর করা গেছে।
২০২২-এর মার্চে ১৭৩ ইউনিট রপ্তানি থেকে গত মাসে তা ১৮১ হওয়ায় শতকরা হার ৫% বেড়েছে। আবার ইলেকট্রিক গাড়ির বিক্রিতেও উত্থান নজরে পড়েছে। আগের বছর মার্চে ৩,৪৫২ ইউনিট থেকে গেল মাসে বেচাকেনা বেড়ে হয়েছে ৬,৫০৯ ইউনিট। ফলে শতকরা বৃদ্ধির পরিমাণ ৮৯%। এই প্রসঙ্গে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেড এবং টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র বলেন, “২০২২-২৩ অর্থবর্ষ টাটা প্যাসেঞ্জার ভেহিকেল বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। কোভিড পরবর্তী সময়ে বাজারে গাড়ির চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।”
আবার গত অর্থবর্ষে বৈদ্যুতিক গাড়ির বাজারেও নেতৃত্ব দিতে দেখা গেছে টাটাকে। ২০২২’২৩-এ সংস্থাটি মোট ৫০,০৪৩ ইউনিট ইলেকট্রিক ভেহিকেলের চাবি তুলে দিয়েছে গ্রাহকদের হাতে। যেখানে আগের বছর বেচাকেনার পরিমাণ ১৯,৬৬৮ থাকায় এবারে ১৪৪ শতাংশ অগ্রগতির সাক্ষী থেকেছে টাটা।