Tata: টাটার সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়িতে 80,000 টাকা ছাড়, এক চার্জে 315 কিমি চলে

By :  SUMAN
Update: 2023-12-23 06:59 GMT

টাটা মোটরস (Tata Motors) ডিসেম্বরে ইয়ার-এন্ড অফার হিসাবে প্রথাগত জ্বালানিতে চলা গাড়ির পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলের উপরেও ছাড়ের ঘোষণা করেছে। পেট্রলের দামে ছ্যাঁকা খেতে খেতে যারা জীবনে প্রথমবার বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য সংস্থার তরফে রয়েছে দারুণ অফার। এন্ট্রি-লেভেল ইভি Tiago EV-তে লোভনীয় ডিসকাউন্ট মিলছে। ভ্যারিয়েন্ট অনুযায়ী বর্তমানে ই-হ্যাচব্যাকটি সর্বোচ্চ ৫০,০০০-৮০,০০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে বলে জানা গিয়েছে।

Tata Tiago EV-তে ডিসকাউন্টের বন্যা

বছরের শেষে স্টক খালি করতে সম্প্রতি টাটা মোটরস তাদের টিয়াগো ইভি-তে আকর্ষণীয় ডিসকাউন্টের খবরটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছে। আবার টাটার বিভিন্ন ডিলারশিপ নিশ্চিত করেছে যে, আগ্রহী ক্রেতাদের লোভনীয় এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে।

উল্লেখ্য, Tiago EV গাড়িটির বর্তমান বাজার মূল্য ৮.৬৯ লক্ষ থেকে শুরু করে ১২.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তবে অফারের প্রসঙ্গে জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুম থেকে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইলো আমাদের তরফে।

এদিকে স্টক খালি করতে আরও দুই ইলেকট্রিক গাড়ি Nexon EV Prime ও Nexon EV Max-এও অফারের ডালি সাজিয়ে রেখেছে টাটা। প্রসঙ্গত, Tata Tiago EV দুই ধরনের ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায়। এটি ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং অপরটি ২৪ কিলোওয়াট আওয়ার। ফুল চার্জে মডেল দুটির রেঞ্জ যথাক্রমে ২৫০ কিলোমিটার ও ৩১৫ কিলোমিটার বলে দাবি সংস্থার। মডেল দুটিতে রয়েছে যথাক্রমে ৪৫ কিলোওয়াট ও ৫৫ কিলোওয়াট মোটর।

Tags:    

Similar News