Tesla Robots: গাড়ির চেয়ে বেশি আয় হবে রোবট বেচে, ভবিষ্যদ্বাণী টেসলার কর্ণধার ইলন মাস্কের
গাড়ি এবং সেলফ ড্রাইভিং প্রোগ্রাম বেচে যে আয়, তার থেকেও বেশি ইনকামের পথ খুলে দেবে রোবট। এমনটাই ভবিষ্যদ্বাণী করলেন টেসলা (Tesla)-র কর্ণধার তথা বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)।
সম্প্রতি টেক্সাসে টেসলার নতুন গিগাফ্যাক্টরি উদ্বোধনে গিয়ে মাস্ক বলেছিলেন, ২০২৩-এর মধ্যে অপ্টিমাস রোবট (Optimus Robot)-এর মতো নতুন ধরনের যুগান্তকারী পণ্যের সঙ্গে গোটা বিশ্বকে পরিচয় করিয়ে দেবেন তিনি।
গত বুধবার টেসলার আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করার বৈঠকে মাস্ক বলেন, অপ্টিমাস রোবটের গুরুত্ব আগামী কয়েক বছরের মধ্যে স্পষ্ট হয়ে উঠবে। যারা অর্ন্তদৃষ্টিসম্পন্ন বা আমার কথা ভাল করে শোনেন, তারা জেনে রাখুন, এটি শেষ পর্যন্ত গাড়ি ব্যবসা, এমনকি ফুল সেলফ ড্রাইভিং সফটওয়্যারের চেয়েও বেশি মুল্যবান হয়ে উঠবে।
উল্লেখ্য, টেসলা এমন এক রোবটের উপরে কাজ করছে যা ভবিষ্যতে কায়িক শ্রমকে প্রতিস্থাপন করবে। এটির ওজন ও উচ্চতা হবে যথাক্রমে ৫৬ কেজি এবং ৫.৮ ইঞ্চি। টেসলার কারখানায় বিভিন্ন অটোমেটেড মেশিন দেখাশোনার জন্য ব্যবহৃত হবে এটি। আবার রোবটটি টেসলার অটোপাইলট ড্রাইভার অ্যাসিট্যান্স সফটওয়্যার এবং হার্ডওয়্যার হ্যান্ডেল করারও কাজ করবে। রোবটের মুখে থাকবে বিশাল ডিসপ্লে। যাতে ফুটে উঠবে বিভিন্ন তথ্য।