Best Selling Cars: কোন কোন গাড়ি সবথেকে বেশি বিক্রি হচ্ছে জানেন, প্রথম নামেই বড় চমক

By :  SUMAN
Update: 2024-02-24 11:22 GMT

গত বছর থেকেই দেশের যাত্রী গাড়ির বাজার চনমনে৷ প্রতি মাসেই বাড়ছে চার চাকার চাহিদা। নতুন বছরের প্রথম মাসেও তার ব্যতীক্রম নয়। পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে ভারতে ৩,৯৩,২৫০টি প্যাসেঞ্জার গাড়ি বিক্রি হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৬, ১৬৪ ইউনিট বেশি। গাড়ি বাজার জুড়ে SUV-র দাপট থাকলেও, জানুয়ারি মাসে সর্বাধিক বিক্রিত মডেলের তকমা কিন্তু একটি হ্যাচব্যাক মডেল পেয়েছে।

জানুয়ারিতে বেস্ট-সেলিং মডেল Maruti Suzuki Baleno

এসইউভি কেনার প্রবণতা বৃদ্ধির সময়তেও দেশের বেস্ট সেলিং মডেল সেই হ্যাচব্যাকের দখলে। আগের মাসে ১৯,৬৩০ ইউনিট বিক্রির মাধ্যমে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে Maruti Suzuki Baleno। তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে Tata Punch। গত মাসে দেশের এই বেস্ট সেলিং এসইউভি-র ১৭,৯৭৮টি মডেল বিক্রি হয়েছে।

তিন নম্বরে WagonR-এর নাম। ২০২৪ সালের প্রথম মাসে এই হ্যাচব্যাকটির মোট ১৭,৭৫৬ ইউনিট বেচেছে মারুতি সুজুকি। চতুর্থ স্থানের দখলদার Tata Nexon। জানুয়ারি মাসে ১৭,১৮২টি বিক্রি হয়েছে। পরবর্তী স্থানে বিরাজমান Maruti Suzuki Dzire। বিক্রির হয়েছে ১৬,৭৭৩ ইউনিট।

ষষ্ঠ স্থানে উঠে এসেছে Maruti Suzuki Swift। গত মাসে সংস্থার এই গাড়িটির চাবি ১৫,৩৭০ ক্রেতার হাতে তুলে দিতে পেরেছে মারুতি। সাত নম্বরে জায়গা পেয়েছে Maruti Suzuki Brezza। আগের মাসে বিক্রি হয়েছে ১৫,৩০৩ ইউনিট। এছাড়া, বিক্রির নিরিখে অষ্টম Maruti Suzuki Ertiga (১৪,৬৩২), নবম Mahindra Scorpio (১৪,২৯৩ ইউনিট) ও দশম স্থানে Maruti Suzuki Fronx (১৩,৬৪৩ ইউনিট)।

Tags:    

Similar News