Top 10 Scooter: রেকর্ড গড়ল TVS-এর এই স্কুটার, একলাফে বিক্রি 168.40 শতাংশ বাড়ল

By :  SUMAN
Update: 2024-06-01 06:51 GMT

পুরুষ হোক বা মহিলা, লিঙ্গ বৈষম্যতা ঘুচিয়ে স্কুটার আজ সকলের পছন্দের পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। ২০২৪-এর এপ্রিলেও ভারতে রমরমিয়ে বিকিয়েছে স্কুটি। অবাক করার মতো বিষয় হল, পেট্রল স্কুটারের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইলেকট্রিক মডেল। পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে বিক্রির নিরিখে Honda Activa শীর্ষস্থান আরও মজবুত করেছে। গত মাসে স্কুটারটির ২,৬০,৩০০ ইউনিট বেচেছে হোন্ডা। আগের বছর একই সময়ের তুলনায় ১৪,২৮৪টি মডেল বেশি।

ভারতে সর্বাধিক বিক্রিত দশটি স্কুটার

তালিকার দ্বিতীয় স্থান আলোকিত করেছে TVS Jupiter। গত মাসে এটির ৭৭,০৮৬টি মডেল বিক্রি হয়েছে। তৃতীয় স্থানের দখলদার Suzuki Access। এ বছর এপ্রিলে সুজুকির স্কুটারটির ৬১,৯৬০টি মডেল বিক্রি করেছে। চার নম্বরে বিরাজমান Ola S1। বিক্রি হয়েছে ৩৩,৯৬৩ ইউনিট।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে TVS Ntorq। এপ্রিলে বিক্রি হয়েছে ৩০,৪১১ ইউনিট। ২৩,১৮২ ইউনিট বিক্রয়ের মাধ্যমে তালিকার ছয় নম্বরে উঠে এসেছে Honda Dio-র নাম। সপ্তম স্থান দখল করেছে ম্যাক্সি স্কুটার Suzuki Burgman। আগের মাসে এটি মোট ১৭,৬৮০ ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন।

অষ্টম স্থানের দখলদার TVS iQube। টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটারটির গত মাসে ১৬,৭১৩ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে ঠিক এক বছর আগে সংখ্যাটি ছিল ৬,২২৭। ফলে বিক্রি ১৬৮.৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নবম ও দশম স্থানে আছে যথাক্রমে Yamaha Ray ZR (১৪,০৫৫ ইউনিট) এবং Hero Destini (১২,৫৯৬ ইউনিট)।

Tags:    

Similar News