Top 10 Two-Wheelers: ভারতে ধাই ধাই করে বিকোচ্ছে এই সব বাইক-স্কুটার, নাম জেনে যান

By :  SUMAN
Update: 2023-10-19 09:16 GMT

সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগের মাসে গোটা ভারতে সর্বাধিক বিক্রিত টু-হুইলারের পরিসংখ্যান সামনে এলো। যেখানে দেখা গেছে, আর পাঁচটা মাসের মতো সেপ্টেম্বরেও ভারতের দু’চাকার গাড়ির বাজারে সর্বেসর্বা Hero Splendor। শীর্ষস্থানে থাকা স্প্লেন্ডার সিরিজের বাইকগুলি গত মাসে ৩,১৯,৬৯২ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনার পরিমাণ ২,৯০,০৪৩ ইউনিট থাকায় এবারের বিক্রিতে ৯.৯৯% সমৃদ্ধি ঘটেছে।

ভারতে সর্বাধিক বিক্রিত টু-হুইলারের তালিকা প্রকাশ হল

তালিকার দ্বিতীয় স্থানে বিরাজমান Honda Activa। বর্তমানে দেশের বেস্ট-সেলিং স্কুটারটি আগের মাসে মোট ২,৩৫,০৫৬ জন ক্রেতার সন্ধান পেয়েছে। যেখানে গত বছর সেপ্টেম্বরে বেচাকেনার পরিমাণ ২,৪৫,৬০৭ থাকায়, এবারের বিক্রিতে ৪.৩০% পতন ঘটেছে। তিন নম্বর জায়গা দখল করেছে দেশের অন্যতম কমিউটার বাইক Honda Shine। এই ১২৫ সিসি বাইকটির ১,৬১,৫৪৪ ইউনিট বিক্রি করতে পেরেছে হোন্ডা।

চার নম্বরে জায়গা দখল করেছে দেশের অন্যতম রেসিং বাইক Bajaj Pulsar। এই সিরিজের মডেলগুলি গত মাসে মোট ১,২০,১২৬ জন ক্রেতার পথ চলার সঙ্গী হয়ে উঠেছে। পঞ্চম স্থানের দখলদার কমিউটার মোটরসাইকেল Hero HF Deluxe। আগের মাসে এটি মোট ৮৪,১১৮ জন গ্রাহক নিজের বাড়ি নিয়ে এসেছেন।

ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় স্কুটার TVS Jupiter। মডেলটি আগের মাসে মোট ৮৩,১৩০ জন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। Suzuki Access তালিকার সাত নম্বর স্থানটি দখল করতে পেরেছে। গেল মাসে স্কুটারটির বেচাকেনার পরিমাণ গিয়েছে ৫৭,০৪১ ইউনিট।

তালিকার পরের স্থানটি দখল করেছে TVS Raider। এটি সেপ্টেম্বরে মোট ৪৮,৭৫৩ জন গ্রাহকের সন্ধান পেয়েছে। নবম ও দশম স্থানের দখলদার যথাক্রমে Bajaj Platina ও TVS XL। গেল মাসে এদের বেচাকেনা হয়েছে যথাক্রমে ৪৮,৬১৫ ইউনিট ও ৪৪,৯৪৩ ইউনিট।

Tags:    

Similar News