ফিচার্সের তালিকা দীর্ঘ, পুজোর আলোয় ভরা রাস্তায় আকর্ষণের কেন্দ্রে এই সব মোটরবাইক
উৎসবের দিন শুরু হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই আনন্দের জোয়ারে গা ভাসাতে একটু একটু করে সেজে উঠছে গোটা দেশ। এমন সময় গ্রাহকদের চমকে দিতে নামী দু'চাকা গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি, যেমন Royal Enfield, Triumph, Aprilia দেশে আনতে চলেছে ৪০০ থেকে ৪৫০ সিসির মোটরবাইক। এই সুযোগে আপনার গাড়ির গ্যারেজেও নতুন সদস্য নিয়ে আসতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, এই উৎসবের মরসুমে কোন কোন বাইক ভারতে লঞ্চ হবে।
Royal Enfield Himalayan 452:
বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এই মাসের শেষের দিকে অথবা নভেম্বরের গোড়ার দিকে বাজারে পা রাখতে চলেছে Royal Enfield Himalayan 452। ডুয়াল পারপাস এই অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরবাইকটি সংস্থার প্রথম মডেল যেটি সম্পূর্ণ নতুন ৪৫২ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। ৪০ বিএইচপি ক্ষমতা বিশিষ্ট এই বাইকে থাকবে ছ'টি গিয়ার। এছাড়াও সার্কুলার এলইডি হেডল্যাম্প, স্বচ্ছ উইন্ড স্ক্রিন, এলইডি টেল ল্যাম্প, এলইডি ইন্ডিকেটর, স্প্লিট সিট, ব্লুটুথ কানেক্টিভিটি ও নেভিগেশন যুক্ত সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, চওড়া হ্যান্ডেল বার সহ আরো অনেক বৈশিষ্ট্য পরিলক্ষিত হবে ।
সাসপেনশনের কার্যভার নিয়ন্ত্রণ করবে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং মনশক রিয়ার সাসপেনশন। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে এতে থাকবে ডুয়াল চ্যানেল এবিএস যুক্ত ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। স্পোক বিশিষ্ট সামনের এবং এবং পেছনের চাকা যথাক্রমে ২১ ইঞ্চি ও ১৭ ইঞ্চি চওড়া। Royal Enfield Himalayan 452 এর এক্স শোরুম মূল্য হতে পারে ২.৬০ লাখ টাকার আশেপাশে।
Triumph Scrambler 400X:
Bajaj-এর সঙ্গে জুটি বেঁধে বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড Triumph Speed 400 ভারতে লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে। সংস্থার আরেকটি মডেল Scrambler 400X এর দাম ঘোষণা হতে চলেছে অক্টোবরের মধ্যেই। Speed 400-এর মতো এই বাইকেও ৩৯৮ সিসির DOHC লিকুইড কুল্ড ইঞ্জিন থাকবে। তবে স্ক্র্যাম্বলার হওয়ার কারণে সুউচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সিট হাইট, দীর্ঘ হুইলবেস ও বড় আকারের চাকা রাস্তায় আরামদায়ক ভাবে চলতে সাহায্য করবে।
Aprilia RS 457:
গত মাসে ভারতে আয়োজিত MotoGP রেসিংয়ে এদেশে আত্মপ্রকাশ করে Aprilia RS 457। ফুলফেয়ার্ড এই সুপার স্পোর্টস বাইকটির মধ্যে ব্যবহৃত ৪৫৭ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন সর্বোচ্চ ৪৭ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করতে সক্ষম। স্পোর্টি লুকের দুর্দান্ত পারফরম্যান্স যুক্ত বাইকটি আনুমানিক ৪.২৫ লাখ টাকা (এক্স শোরুম) মূল্যে লঞ্চ হতে পারে। অর্থাৎ এটাই হবে ভারতে এপ্রিলিয়ার সবচেয়ে সস্তা বাইক।