Upcomng Cars: পুজোর বাজারে ঝড় তুলতে আসছে দুর্দান্ত তিনটি গাড়ি, আপনার কোনটা পছন্দ
কালো মেঘের ঘনঘটায় আশ্বিনের আকাশ যতই ঢেকে থাকুক না কেন আগমনীর বার্তা ইতিমধ্যেই এসে পৌঁছেছে আমাদের কাছে। চলতি মাসের শেষেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। যার হাত ধরে সারাদেশে শুরু হয়ে যাবে ফেস্টিভ সিজন বা উৎসবের মরসুম। আর স্বাভাবিকভাবেই মানুষের কেনাকাটার ফায়দা তুলতে ময়দানে গাড়ি নির্মাতারা। অক্টোবরেই অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হতে পারে তিনটি দুর্দান্ত গাড়ি। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
Tata Punch EV
দেশের বৈদ্যুতিক গাড়ির জগতে খানিকটা পথপ্রদর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে টাটা মোটরস। Nexon, Tiago এবং Tigor এর মত গাড়ির বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করে ইভি মার্কেটে নবজাগরণ এনেছে তারা। সামনের উৎসবের দিনগুলিকে আরো রঙিন করে তুলতে মাইক্রো এসইউভি Punch এর ইলেকট্রিক ভার্সন এ মাসেই লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। Punch.ev নামে আত্মপ্রকাশ করবে গাড়িটি। বিশেষজ্ঞদের দাবি, এটি আগামীতে ভারতে সবচেয়ে স্বল্প দামে পাওয়া ইলেকট্রিক এসইউভি হয়ে উঠতে চলেছে।
Mercedes-Benz EQA
বিলাসবহুল গাড়ির দুনিয়ায় Mercedes-Benz অন্যতম সেরা নাম। সেডান থেকে শুরু করে এসইউভি, কুপ, রোডস্টার, স্পোর্টস সেডান, স্পোর্টস এসইউভি, ইভি সহ সব ধরনের গাড়ি ভারতে বেচে তারা। দেশে ইলেকট্রিক ভেহিকেলের রমরমা দেখে এন্ট্রি লেভেল ই-এসইউভি হিসাবে EQA লঞ্চ করতে চলেছে তারা। যা ২০২১ সালেই আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে। EQS, EQE এবং EQB-এর পর ফেস্টিভ সিজনেই মুক্তি পাবে মার্সিডিজ-এর এই নতুন বৈদ্যুতিক গাড়ি।
BYD Seal
এদেশের বাজারকে আগামী দিনে পাখির চোখ করে এগোতে চাইছে চীনের নামকরা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD। আন্তর্জাতিক বাজারে সংস্থার প্রধান প্রতিদ্বন্দ্বী Tesla ভারতে কারখানা গড়ার চিন্তাভাবনা করছে। ইতিমধ্যেই দেশে দুটি ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে নিজেদের পায়ের তলার জমি শক্ত করেছে BYD। সামনের উৎসবের দিনগুলিতে আরো এক নতুন মডেল Seal লঞ্চ করতে পারে তারা। যা হবে তাদের ফ্লাগশিপ মডেল। Seal EV গাড়িটির দাম ৫৮-৬৫ লক্ষ টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা।