Top 5 Bikes: সস্তায় সর্বাধিক মাইলেজের বাইক খুঁজছেন? আপনার কাজ সহজ করে দিলাম আমরা
“আপনার বাইকের মাইলেজ কত?”– নতুন টু-হুইলার কেনার পর এই প্রশ্নটিই প্রায় সকলকেই শুনতে হয়। অনেকেই নিজের বাহনের মাইলেজ ৬৫ বা ৭০ কিমি/লিটার বলার মধ্যেই যেন গর্ববোধ করেন। তা শুনে সামনের মানুষটির অঙ্গভঙ্গিমা দেখে মন রসের উদ্রেক হয় বটে। আসলে এই দুর্মূল্যের বাজারে একটু বেশি মাইলেজ পেতে চান না, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। বড় ইঞ্জিনের বাইক ব্যবহারকারীদের বিষয়টি অবশ্য আলাদা। আজকের এই প্রতিবেদনে এক লিটার পেট্রলে সবচেয়ে বেশি পথ চলতে পারে, এমন সেরা পাঁচটি মোটরসাইকেলের হদিশ রইল।
Hero HF Deluxe (৬৫ কিমি/লিটার)
২০১৩-তে প্রথম লঞ্চ হওয়া Hero HF Deluxe দেশের সর্বাধিক মাইলেজ প্রদানকারী কমিউটার মোটরসাইকেলের তালিকায় স্থান পেয়েছে। এক লিটার পেট্রোলে এটি ৬৫ কিলোমিটার ছোটে। এতে রয়েছে একটি ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৭.৯১ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। এর বর্তমান বাজার মূল্য ৬১,৬৬৮ টাকা (এক্স-শোরুম)।
Bajaj CT 110 (৭০ কিমি/লিটার)
তালিকার স্থান দখল করেছে Bajaj CT 110। এতে উপস্থিত একটি ১১৫.৪৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যার আউটপুট ৮.৪৮ বিএইচপি। ৪-স্পিড গিয়ারবক্স যুক্ত মোটরসাইকেলটি এক লিটার জ্বালানিতে ৭০ কিলোমিটার ছুটতে সক্ষম। বাইকটির দাম ৬৯,৪৫৯ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Platina 110 (৭০ কিমি/লিটার)
দেশের অন্যতম সেরা মাইলেজ প্রদানকারী মোটরসাইকেল Bajaj Platina 110-এর আকাশছোঁয়া চাহিদা। ১১৫.৪৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ৭০ কিলোমিটার/লিটার মাইলেজ প্রদান করে ক্রেতাদের হৃদয় জিতে নিয়েছে। Platina 110 কিনতে এখন খরচ পরে ৬৯,৫০৪ টাকা (এক্স-শোরুম)।
TVS Sport (৭০ কিমি/লিটার)
টিভিএস মোটর কোম্পানির একটি মাত্র মোটরসাইকেল TVS Sport বর্তমানে দেশের সর্বাধিক মাইলেজ প্রদানকারী বাইকের তালিকায় ঠাঁই পেয়েছে। এতে উপস্থিত ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.১৮ বিএইচপি শক্তি পাওয়া যায়। ইঞ্জিনকে সঙ্গত দিতে রয়েছে ৪-গতির গিয়ারবক্স। এক লিটার পেট্রলে বাইকটি ৭০ কিলোমিটার ছুটতে সক্ষম। এর দাম ৬৪,২৫০ টাকা (এক্স-শোরুম)।
Bajaj Platina 100 (৭২ কিমি/লিটার)
Bajaj Platina 100 থেকে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যায়। এর ১০২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি এক লিটার পেট্রলে ৭২ কিলোমিটার মাইলেজ দেয়। ইঞ্জিনের আউটপুট ৭.৯ বিএইচপি শক্তি। এতে উপলব্ধ ৪-স্পিড ট্রান্সমিশন। Platina 100-এর মূল্য ৬৮,৭৫৫ টাকা (এক্স-শোরুম)।