Hero থেকে Yamaha, সাধ্যের মধ্যে শক্তিশালী বাইক চড়ার আপনার সাধ মেটাবে এই 5 মডেল

By :  SUMAN
Update: 2023-09-10 14:18 GMT

যত দিন যাচ্ছে ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের প্রতি ক্রেতাদের নজর ততই তীক্ষ্ণ হচ্ছে। ফলে লাফিয়ে বাড়ছে বিক্রি। এদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ৬০,০০০ থেকে ১ লাখ মূল্যের বাইক কিনে থাকেন। তবে একটু বেশি ফিচার ও আরামদায়ক রাইডিং পেতে অনেকেই অধিক গাঁটের কড়ি খরচ করতে ইচ্ছুক। তাই আজকের এই প্রতিবেদনে ২ লাখ টাকার মধ্যে সেরা পাঁচটি মোটরসাইকেলের হদিশ রইল।

Hero Karizma XMR : ১,৯৯,৮২২ টাকা

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট : ২১০ সিসি
টায়ার টাইপ : টিউবলেস
ওয়েট : ১৬৩.৫ কেজি
টর্ক : ২০.৪ এনএম
পাওয়ার : ২৫.৫ পিএস
ব্রেক : ডুয়েল ডিস্ক

Royal Enfield Bullet 350 : ১,৯৮,৬৮০ টাকা

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট : ৩৪৬ সিসি
মাইলেজ : ৩৮ কিমি
ওয়েট : ১৯১ কেজি
টর্ক : ২৮ এনএম
পাওয়ার : ১৯.৩৬ পিএস
ব্রেক : ডিস্ক

Jawa 42 : ১,৯৯,২৮৮ টাকা

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট : ২৯৩ সিসি
মাইলেজ : ৩৫ কিমি
ওয়েট : ১৭২ কেজি
টর্ক : ২৭.০২ এনএম
পাওয়ার : ২৭.৩৩ পিএস
ব্রেক : ডুয়েল ডিস্ক

Yamaha MT 15 V2 : ১,৯৫,৬৪৬ টাকা

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট : ১৫৫ সিসি
মাইলেজ : ৫৬ কিমি
ওয়েট : ১৪১ কেজি
টর্ক : ১৪.১ এনএম
পাওয়ার : ১৮.৪ পিএস
ব্রেক : ডুয়েল ডিস্ক

Yamaha R15S : ১,৯২,৯৪১ টাকা

ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট : ১৫৫ সিসি
মাইলেজ : ৪০ কিমি
ওয়েট : ১৪২ কেজি
টর্ক : ১৪.১ এনএম
পাওয়ার : ১৮.৬ পিএস
ব্রেক : ডুয়েল ডিস্ক

Tags:    

Similar News