জনপ্রিয়তা আজও অটুট, দুই দশকের বেশি সময় ধরে দেশবাসীর ভরসা Maruti, Tata, Mahindra-র এই সব গাড়ি

By :  techgup
Update: 2023-05-11 10:12 GMT

প্রতি বছরই পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন নামিদামি সংস্থার নতুন গাড়ির সংখ্যা। তা সত্বেও এখনও এমন কিছু মডেল রয়েছে যাদের জনপ্রিয়তায় কোনওরকম ফাটল ধরেনি। বরং এত বছর পরেও মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা একই রকম রয়েছে। বিশ্বস্ততা ও গুণগত মানের দিক থেকে এগুলি দেশবাসীর মনে নিজের জায়গা একইরকম ভাবে আজও ধরে রেখেছে। যেখানে অন্যান গাড়ি নির্মাণকারী সংস্থাগুলো গ্রাহক সংখ্যা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সেখানে ক্রেতারা তাদের বিশ্বস্ত গাড়ির প্রতি আস্থা রাখছে দশকের পর দশক। এই তালিকায় থাকা অন্যতম সেরা পাঁচটি সংস্থা হলো- Mahindra, Tata Motors, Honda, Toyota এবং Maruti Suzuki।

Maruti Suzuki Alto:

মারুতি সুজুকি এই প্রখ্যাত মডেলটি বহু দশক ধরে সাশ্রয়ী মূল্যের মধ্যে আস্ত একটি গাড়ি উপহার দিয়ে ক্রেতাদের সন্তুষ্ট করে আসছে। এর কম্প্যাক্ট ডিজাইন ও জ্বালানির দক্ষতার জন্য জীবনের প্রথম গাড়ি হিসাবে বেশ নাম করেছে এটি। রক্ষণাবেক্ষণের জন্য খরচ তুলনামূলক ভাবে অনেকটাই কম। হ্যাচব্যাক সেগমেন্টে বিক্রয়ের নিরিখে শীর্ষের দিকে রয়েছে এটি। বিগত প্রায় প্রত্যেক বছরেই এর অনুগামী ক্রেতার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।

Tata Safari:

১৯৯৮ সালে লঞ্চ করা এই এসইউভি গাড়িটি কখন যেন আমাদের পরিবারেরই এক সদস্য হয়ে উঠেছে। এদেশের সর্বত্র বিচরণকারী এই সাফারির মাসকুলার ডিজাইন, আকর্ষণীয় লুক অ্যাডভেঞ্চার প্রেমীদের বরাবরই আকৃষ্ট করেছে। ২০২১ সালে নব কলেবরে আবির্ভূত হলেও তার পুরানো রূপটির গ্রহণযোগ্যতায় এতটুকুও ছেদ পড়েনি। ভারতের মাটিতে দাপিয়ে বেড়ানো এই সাফারি গ্রাহকদের কাছে বিশ্বাসের মাপকাঠিতে আজও উপরের দিকে রয়েছে।

Toyota Fortuner:

টয়োটার এই মডেলটি ভারতের একটি অন্যতম জনপ্রিয় এসইউভি। কাঠিন্য, আরামদায়ক সিটের ব্যবস্থা এবং দক্ষতার নিরিখে গ্রাহকদের একদম মনের মণিকোঠায় অবস্থিত এটি। এত দশক পরেও ফরচুনার পূর্বের মতোই একইভাবে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি করে ভারতের বাজারকে চাঙ্গা করেছে। এর কিছু বিশেষত্ব হলো শক্তিশালী ইঞ্জিন, স্পেসিয়াস ইন্টেরিয়েন্স এবং তাক লাগানো ডিজাইন যা বছরের পর বছর আপনার পরিবার এবং আপনার চাহিদা পূরণ করে চলেছে।

Honda City:

ভারতের বাজারকে সমৃদ্ধ করে রাখা আরো একটি জনপ্রিয় মধ্যবর্তী আকারের সেডান গাড়ি হল হোন্ডা সিটি। প্রায় দুই দশক ধরে চলে আসা এই গাড়িটি এর স্পোর্টি ডিজাইন, জ্বালানির সাশ্রয় ক্ষমতা এবং আরামদায়ক ইন্টেরিয়র এর জন্য আজও সমানভাবে সমাদৃত। চেনা শহরে আমূল পরিবর্তন হতে ঘটে গেলেও হোন্ডা সিটি আজও ক্রেতাদের একইভাবে সন্তুষ্টি প্রদান করছে।

Mahindra Scorpio Classic:

তালিকার একেবারে শেষে রয়েছে মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক। এই এসইউভিটি এর পাথর-কঠিন কাঠামো ও ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং অফ-রোড চলার সক্ষমতার জন্য অনুগামীদের কাছে নিজের স্থান ধরে রেখেছে। বিগত সময়ে এই মডেলটিকে বিভিন্নভাবে আপডেট করা হলেও এখনো এর চেহারার মধ্যে সেই প্রথম দিনের ঐতিহ্য আজও ভরপুর। অ্যাডভেঞ্চার হোক কিংবা পরিবারকেন্দ্রিক ভ্রমণ, যে কোনো যাত্রাকে আনন্দদায়ক করে তুলতে মাহিন্দ্রা স্করপিও এর জুড়ি মেলা ভার।

Tags:    

Similar News