মধ্যবিত্তের বাজেটে সানরুফ ফিচার, সস্তায় এই 5 গাড়ি দেয় ছাদ খুলে হাওয়া খাওয়ার সুবিধা

By :  SUMAN
Update: 2023-09-13 05:24 GMT

সাম্প্রতিককালে গাড়ির সানরুফ ফিচারের জনপ্রিয়তা কয়েকগুণ বেড়েছে। নিজের শখের গাড়ির উপরের কাঁচ সরিয়ে মাথা তুলতে সাধ জাগে সবারই। প্রকৃতির মনোরম দৃশ্য দেখার সাথে সতেজ বাতাস গায়ে লাগানো, যে কারোর মেজাজ ফুরফুরে করার ক্ষেত্রে যথেষ্ট। আগে শুধু দামী প্রিমিয়াম গাড়ির ছাদ খোলার সুবিধা থাকলেও, বর্তমানে বেশ কিছু কম্প্যাক্ট এসইউভি সহ হ্যাচব্যাকে সানরুফ উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক ১০ লাখের নীচে কোন কোন গাড়িতে সানরুফ পাওয়া যায়।

Tata Altroz

Tata Altroz হচ্ছে বর্তমানে ভারতের সবচেয়ে সস্তার ইলেকট্রিক সানরুফ যুক্ত গাড়ি। এর XM(S) ভ্যারিয়েন্ট থেকে এই বৈশিষ্ট্য পাওয়া যায়। বর্তমানে গাড়িটির দাম ৭.৩৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Exter

সম্প্রতি লঞ্চ হওয়া Hyundai Exter-এ ইলেকট্রনিক সানরুফ মেলে। গাড়িটির SX ভ্যারিয়েন্টে উক্ত বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে। Exter কিনতে বর্তমানে খরচ পড়ে ৮ লাখ টাকা (এক্স-শোরুম)।

Tata Punch

তালিকার তৃতীয় মডেলটি হচ্ছে Tata Punch। বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়িটির S ভ্যারিয়েন্টে ইলেকট্রিক সানরুফ বৈশিষ্ট্য উপলব্ধ রয়েছে। এর দাম ৮.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Mahindra XUV300

Mahindra XUV300 ইলেকট্রিক সানরুফ সহ গাড়িগুলির মধ্যে অন্যতম। এর W4 ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে এই সুবিধা। গাড়িটির দাম ৮.৪১ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

Hyundai i20

হুন্ডাই মোটরস সম্প্রতি i20-এর ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করেছে। প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটির টপ-এন্ড ভ্যারিয়েন্ট Asta-তে ইলেকট্রিক সানরুফ উপলব্ধ। গাড়িটি কিনতে খরচ পরে ৯.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tags:    

Similar News