Best Electric Scooter: বাজারে 1 লাখের কমে সেরা 5 ই-স্কুটার, ফুল চার্জে 100 কিমি মাইলেজ
এবার পুজোয় পরিবেশবান্ধব উপায়ে পথ চলার ইচ্ছে জেগেছে? তাহলে একমাত্র উপায় ইলেকট্রিক টু-হুইলার। কারণ যানজটপূর্ণ রাস্তায় এতে ছোট্ট জায়গা দিয়ে সহজেই গলে যাওয়া যায়। আবার নূন্যতম খরচে অনেকটা পথ ছোটা যায়। আউটপুট একটি আইসিই মডেলের মতোই। কিন্তু ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে অনেকেই এর অতিরিক্ত দামের কারণে বিমুখ থাকেন। কিন্তু ভারতে বেশ কিছু সস্তার মডেল রয়েছে, যেগুলির দাম ১ লাখ টাকার কম। এখানে সেরকম পাঁচটি সেরা মডেলের হদিশ রইল।
Ola S1X
৯০,০০০ টাকা মূল্যের Ola S1X দুই ধরনের ব্যাটারি অপশনে এসেছে – ২ কিলোওয়াট আওয়ার ও ৩ কিলোওয়াট আওয়ার। যদি কম বাজেট থাকে সেক্ষেত্রে ছোট ব্যাটারি মডেলটি আদর্শ। ফুল চার্জে ৯০ কিলোমিটার পথ চলতে পারে এটি। ফিচার হিসেবে রয়েছে একটি ৩.৫ ইঞ্চি সেগমেন্টেড ডিসপ্লে।
Bounce infinity
যদি সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক স্কুটারের খোঁজ করে থাকেন তবে Bounce infinity মডেলটি দেখতে পারেন। বর্তমানে এর বাজার মূল্য ৮৩,৮৮৬ টাকা। স্কুটারটি একটি রিমুভেবল ও স্যানস ব্যাটারি বিকল্পে বেছে নেওয়া যায়। ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি সম্পূর্ণ চার্জে ৮৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিলোমিটার। আবার পাংচার হলেও মেকানিকের কাছে নিশ্চিন্তে পৌঁছাতে এতে আছে ড্র্যাগ মোড।
Okinawa Praise Pro
৯৯,৬৪৫ টাকা দামের Okinawa Praise Pro-তে তিন বছরের ওয়ারেন্টি অফার করা হয়। এতে আছে একটি ২.০৮ কিলোওয়াট আওয়ার ডিটাচেবল ব্যাটারি প্যাক। পুরোপুরি চার্জ থাকলে স্কুটারটি ৮১ কিলোমিটার পর্যন্ত পথ দৌড়তে পারে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে তিন ঘন্টা সময় নেয়। এর ঘন্টা প্রতি সর্বোচ্চ গতিবেগ ৫৬ কিমি। স্টাইলিশ লুক সমেত আটটি বডি কালারে বেছে নেওয়া যায় এটি
Ampere Zeal EX
Ampere Zeal EX কিনতে এখন খরচ পড়ে ৯০,০০০ টাকা। একটি ৬০ ভোল্ট, ২.৩ কিলোওয়াট আওয়ার অ্যাডভান্সড লিথিয়াম ব্যাটারি প্যাক সমেত বেছে নেওয়া যায় স্কুটারটি। সম্পূর্ণ চার্জ থাকলে ১০০ কিলোমিটার পর্যন্ত পথ ছোটে এটি। প্রতি ঘন্টায় Zeal EX ৫০-৫৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম।
Lectrix LXS G2.0, LXS G3.0
১ লাখ টাকায় কেনা যায় Lectrix LXS G2.0 ও LXS G3.0। এতে উপলব্ধ ৩৬টি সেফটি ফিচার ২৪টি স্মার্ট ফিচার এবং ১৪টি কমফোর্ট ফিচার। এছাড়াও রয়েছে অন্যান্য বৈশিষ্ট্য। স্কুটারটি একটি ২.৩ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত কেনা যায়। সম্পূর্ণ চার্জ থাকলে ১০০ কিলোমিটার পথ পার করা যায় এতে।