লাইসেন্স নেই? তাও রাস্তায় এই পাঁচটি স্কুটার নিয়ে বেরোতে পারবেন, পুলিশ কিছু বলবে না
ভারতীয় রাস্তায় প্রচুর পরিমাণে বাইক ও স্কুটারের সমাগম দেখতে পাওয়া যায়। তবে এর সিংহভাগই পেট্রল চালিত। সম্প্রতি বৈদ্যুতিক দু'চাকা গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা শোনা গেলেও জনগণের মধ্যে ইলেকট্রিক ভেহিকল নিয়ে ক্রমেই উৎসাহ বাড়ছে। জীবাশ্ম জ্বালানির চড়া দামএগুলির জনপ্রিয়তা বাড়িয়েছে। বৈদ্যুতিক গাড়িমুখী করতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে সাবসিডির ব্যবস্থাও করা হয়েছে।
ভারতীয় মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী পেট্রোল চালিত বাইক বা স্কুটার চালানোর জন্য লাইসেন্স থাকাটা বাধ্যতামূলক। যদিও আমাদের দেশে এমন অনেক ই-বাইক পাওয়া যায় যেগুলো চালানোর জন্য লাইসেন্স বাধ্যতামূলক নয়। সেন্ট্রাল মোটর ভেহিকলের নিয়ম অনুযায়ী ২৫০ ওয়াটের কম পাওয়ার এবং সর্বোচ্চ ২৫ কিমি/ঘন্টা বা গতিবেগযুক্ত বৈদ্যুতিক স্কুটার বা বাইকের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই ধরনের যান কোনোরকম লাইসেন্স ছাড়াও চালানো যায় আজকের প্রতিবেদনে তেমনই পাঁচ ই-স্কুটারের খোঁজ রইল।
Hero Electric Optima
হিরো ইলেকট্রিক অপ্টিমা একটি ২৫০ ওয়াট মোটরে চলে। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি/ ঘন্টা। একবার চার্জ দিলে ৫০ কিমি অতিক্রম করতে সক্ষম। ই-স্কুটারটি ১৬ ইঞ্চির চাকায় ছোটে। সামনে ও পেছনে টেলিস্কোপিক ফর্ক ও মনোশক সাসপেনশন-সহ ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছ। ফ্লোর বোর্ডের তলায় ব্যাটারি প্যাক (লিথিয়াম আয়ন/লেড অ্যাসিড) অবস্থিত। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে ৪-৫ ঘন্টা। দাম ৫১,৪৪০ টাকা থেকে আরম্ভ।
Joy E-Bike Monster
ওয়ার্ডউইজার্ড মোবিলিটির তৈরি এই মিনি বাইকে ২৫০ ওয়াট মোটর আছে। বাইকটি লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত। একবার চার্জ দিলে ৭৫ কিমি নিশ্চিন্তে সফর করা যায়। বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ইউএসডি ফর্ক, ও অ্যালোয় হুইল। দাম শুরু হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা থেকে। ডিস্ক ব্রেক অপশন উপলব্ধ।
Jaunty Fiesty
২৪৯ ওয়াটের মোটর দ্বারা চালিত এই ই-স্কুটারের টপ স্পিড ২৫ কিমি/ ঘন্টা। ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এতে দেওয়া, যা সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৬ ঘন্টা। রেঞ্জ ৭৫ কিলোমিটার৷ সামনে ডিস্ক ব্রেক দেওয়া আছে। অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে অ্যালয় হুইল, সাইড স্ট্যান্ড সেন্সর ও ইলেকট্রনিক অ্যাসিস্টেড ব্রেকিং সিস্টেম। দাম শুরু ৬০,২১০ টাকা থেকে।
Hero Electric Flash
হিরো ইলেকট্রিকের অন্যতম সস্তা এই বৈদ্যুতিক স্কুটারে ৪৮ ভোল্ট ২৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ২৫০ ওয়াট মোটর আছে। একবার চার্জ দিলে ৫০ কিলোমিটার পর্যন্ত নিশ্চিন্তে সফর করা যায়। সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি/ ঘন্টা। ওজন মাত্র ৬৯ কেজি। দাম শুরু ৫৯,০৯৯ থেকে।
Jaunty Pro
এই তালিকায় Amo-র দ্বিতীয় ইলেকট্রিক স্কুটার এটি। ইলেক্ট্রনিক অ্যাসিস্টেড ব্রেকিং সিস্টেম সহ এই স্কুটারের টপ স্পিড ২৫ কিমি/ ঘন্টা। সম্পুর্ণ চার্জে ৭৫ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে। ব্যাটারি ফুল চার্জ করতে সময় লাগে ৬ ঘন্টা। এতে স্টাইলিশ হেডলাম্প ও অ্যালোয় হুইল দেখতে পাওয়া যায়।