Essential Tools for Car: রাস্তায় গাড়ি নিয়ে বিপদে পড়লে মুশকিল আসান করবে এই পাঁচ জিনিস
গাড়ি চড়তে কার না মজা লাগে। তার উপর সেই গাড়ি যদি হয় আজকের দিনের সমস্ত রকম অ্যাডভান্সড প্রযুক্তি ঠাসা তাহলে তো কথাই নেই। নিজের শখের গাড়ি করে বন্ধুবান্ধব কিংবা পরিবারকে নিয়ে "লং ড্রাইভে" যাওয়া এখন ট্রেন্ড। উপরন্তু মডার্ন ফিচারে ভরপুর ড্রাইভার সিটে বসে ঘন্টার পর ঘন্টা ড্রাইভিং করা যথেষ্ট আরামদায়ক। তবে মনে রাখতে হবে সকল মেশিনের মতোই গাড়িও একটি যন্ত্র চালিত মেশিন। যে কোন মুহূর্তে বিপদে ফেলে দিতে পারে আপনার সাধের গাড়ি। তাই বিপদ সংকুল পরিস্থিতির কথা মাথায় রেখে সবসময়ই আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস গাড়িতে রাখা উচিত।
ফার্স্ট এইড বক্স
সাধারণত গাড়ি নির্মাতারাই তাদের তৈরি গাড়ির মধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড কিট দিয়ে রাখেন। তবে আমাদের উচিত তাতে আরও কিছু দরকারি ওষুধ রাখা। কারণ যে কোনও সমস্যার মোকাবিলায় তৈরি থাকতে হবে। তাই সাবধানতা অবলম্বন না করলে আচমকা অসুবিধায় পড়তে হতে পারে।
লাইফ হ্যামার
এটি একটি অতি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যা বিপদসংকুল পরিস্থিতিতে আমাদের কাজে লাগবে। এমন কোন পরিস্থিতিতে যদি গাড়ির মধ্যে আপনি আটকা পড়ে যান এবং গাড়ির কাঁচ কিংবা উইন্ডশিল্ড অথবা সিট বেল্ট কাটার প্রয়োজন পরে তবে দরকার হবে এই হাতুড়ির।
জাম্পার কেবল
জাম্পার কেবল বা তার হল গাড়ির ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি সামগ্রী। যদি কোনো কারণে গাড়ির ব্যাটারি দুর্বল হয়ে পড়ে কিংবা আয়ু শেষ হয়ে যায় সেক্ষেত্রে কাজে লাগবে এই তার। তখন জাম্পার কেবল ছাড়া গাড়ির ইঞ্জিন কোন ভাবেই চালু করা সম্ভব হবে না।
WD -40
গাড়ির ক্ষেত্রে জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি টুল হল এই WD -40। এটি মূলত যে কোনো সমস্যায় লুব্রিকেন্ট-এর কাজ করে। গাড়িতে জমতে থাকা গ্রিজের ফলে কোন সমস্যায় পড়তে হয় তখন এটি স্প্রে করে সেই সমস্যা থেকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়া সম্ভব। তাছাড়া নাট-বোল্ট এর উপরিভাগের মরিচার আস্তরণ সরাতে কার্যকরী এই তরল।
অগ্নি নির্বাপন যন্ত্র
আমাদের গাড়িতে যেহেতু অতীব দাহ্য পদার্থ থাকে তাই শর্ট সার্কিটে আগুন জ্বলে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর ছোট অগ্নিকাণ্ডকে রুখে দিতে অগ্নি নির্বাপন যন্ত্রের জুড়ি মেলা ভার। তাই অবশ্যই সাবধান থাকতে আপনার গাড়িতে রাখুন এই যন্ত্র।