কম দামে সেরা ফিল, ভারতের সবচেয়ে সস্তা পাঁচ 650 সিসি বাইকের ব্যাপার জেনে নিন
ভারতীয় রাইডারদের মনে অনেক আগেই পাশ্চাত্যের ছোঁয়া লেগেছে। আধুনিক বাইকপ্রেমীদের মন মজেছে বিগ বাইকে। তবে বিগ বাইকে হাতেখড়ির জন্য আদর্শ হচ্ছে মিডলওয়েট বা মাঝারি ওজনের দু'চাকা। যার মধ্যে ৬৫০ সিসি মোটরসাইকেলের চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু অনেকেই মনে করেন, ৬৫০ সিসি মানেই হাতের নাগালের বাইরের মূল্য। এমন ধারণা যে ঠিক নয়, সেজন্য এই প্রতিবেদনে ভারতের সবচেয়ে সস্তা পাঁচটি ৬৫০ সিসি মোটরসাইকেলের হদিশ রইল। দেরি না করে চলুন জেনে নেওয়া যাক।
Royal Enfield Interceptor 650
জীবনের প্রথম বিগ বাইক কিনতে চলেছেন এমন ক্রেতাদের জন্য এন্ট্রি লেভেল মডেল হচ্ছে Royal Enfield Interceptor 650। কয়েক বছর আগে লঞ্চ হলেও বিভিন্ন সময় এতে একাধিকবার পরিবর্তন ঘটানো হয়েছে। লেটেস্ট ভার্সনে রয়েছে টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল। সাথে নয়া কালার অপশন। রেট্রো স্টাইলের এই বাইকটি একটি ৬৪৮ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিনে ছোটে। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। বর্তমানে Interceptor 650-এর দাম ৩.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।
Kawasaki Z650
৬৫০ সিসি সেগমেন্টের বাইক তৈরিতে জাপানি সংস্থা কাওয়াসাকি সিদ্ধহস্ত। বর্তমানে ভারতের বাজারে উক্ত সেগমেন্টে তাদের একাধিক মডেল রয়েছে। যার মধ্যে অন্যতম Kawasaki Z650। এটি কিনতে খরচ পড়ে ৬.৬৫ লাখ টাকা (এক্স-শোরুম)। Z650-এ আছে মাসকুলার স্টাইলিং, শক্তিশালী ইঞ্জিন এবং ব্যাপক রোড-প্রেজেন্স। ৬৪৯ সিসি ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৬৭.৩১ বিএইচপি শক্তি এবং ৬৪ এনএম টর্ক পাওয়া যায়।
Moto Morini X-Cape
Moto Morini X-Cape-র দাম Royal Enfield-এর মডেলের তুলনায় একটু বেশি হলেও অ্যাডভেঞ্চার ট্যুরিং সেগমেন্টে এটি যথেষ্ট জনপ্রিয়। মডেলটি কিনতে খরচ পড়ে ৭.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এতে উপস্থিত বৈশিষ্ট্যের বিচারে দাম ঠিকই আছে। মনে রাখতে হবে মোটো মোরিনি বর্তমানে চীনা সংস্থার মালিকানিধীন। তাই ভরসাযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত পাহে।
Triumph Trident 660
৬৫০ সিসির বাজারে আরও এক দুর্ধর্ষ মোটরসাইকেল হচ্ছে Triumph Trident 660। শক্তির উৎস হিসাবে এতে রয়েছে একটি ৬৬০ সিসি ইনলাইন থ্রি সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৭৯.৮ বিএইচপি শক্তি এবং ৬৪ এনএম টর্ক পাওয়া যায়। ইঞ্জিনের মসৃণতার জন্য ভাল সুনাম রয়েছে। এই বাইকের বর্তমানামূল্য ৮.২৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Triumph Tiger Sport 660
৬৫০ সিসি মোটরসাইকেলের তালিকা সর্বশেষ মডেলটি হচ্ছে Triumph Tiger Sport 660। জানিয়ে রাখি, টাইগার ব্র্যান্ডের সবচেয়ে সস্তার মোটরসাইকেল এটি। দাম ৯.৪৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। দূরপাল্লার ভ্রমণের জন্য এই বড় আকারের বাইকটি বেছে নিয়েছেন বহু রাইডার। Trident-এর ইঞ্জিন এতে ব্যবহার করা হয়েছে।