পরিবারের সকলেই আরাম করে বসতে পারবে, দেশের সবচেয়ে সস্তা সেভেন সিটার গাড়ি এগুলি
পরিবারের সকলেই আরাম করে বসতে পারে বলে এখন অনেকেই গাড়ি কেনার সময় সেভেন সিটার মাল্টিপারপাস ভেইকেল (MPV) খোঁজ করে থাকেন। এই ধরনের গাড়িগুলিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার পাশাপাশি প্রয়োজনে পিছনের সিট বন্ধ রেখে প্রয়োজনীয় মালপত্র রাখা যায়। ভারতের বাজারে মোটামুটি বাজেটের মধ্যেই উপলব্ধ ভাল মানের এমপিভি। এই প্রতিবেদনে দেশের সবচেয়ে সস্তা সাত আসনযুক্ত সেভেন সিটার গাড়ির লিস্ট দেওয়া হল।
Maruti Suzuki Eeco (৫.২৫ লাখ - ৬.৫১ লাখ টাকা)
এই মুহূর্তে এদেশের বাজারে বিক্রি হওয়া ৭ সিটাফ গাড়িগুলির মধ্যে সবচেয়ে সস্তায় কিনতে পাওয়া যায় এটি। মারুতি সুজুকি ইকো এর এক্স শোরুম মূল্য ৫.২৫ লাখ টাকা থেকে শুরু করে ৬.৫১ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। এই সংস্থার তৈরি বেশিরভাগ মডেলের মতোই এক্ষেত্রেও পেট্রোল এবং সিএনজি অপশন পাবেন আপনি। গাড়িটিতে চালিকাশক্তি যোগায় ১.২ লিটারের বহু পরিচিত K সিরিজের পেট্রল ইঞ্জিন যা থেকে ৮১ বিএইচপি শক্তি এবং ১০৪ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটিতে ম্যানুয়াল গিয়ারের সংখ্যা ৫।
Renault Triber (৬.৩৩ লাখ - ৮.৯৭ লাখ টাকা)
বাজেট সেগমেন্টের অন্যতম জনপ্রিয় মাল্টিপারপাস ভেহিকেল হল এই রেনো ট্রিবার। এক্ষেত্রে ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৭১ বিএইচপি এবং ৯৬ এনএম। সাথে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। রেনো ট্রিবার এর বেশ ভ্যারিয়েন্টের এক্স শোরুম মূল্য ৬.৩৩ লাখ টাকা। যা সর্বোচ্চ ৮. ৯৭ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।
Maruti Suzuki Ertiga (৮.৩৫ লাখ - ১২.৭৯ লাখ টাকা)
বিগত কয়েক বছর ধরে এদেশের এমপিভি সেগমেন্টে কার্যত নিজের আধিপত্য বজায় রেখেছে মারুতি সুজুকি আর্টিগা। আকর্ষণীয় লুকস, ডিজাইন এবং অত্যাধুনিক ফিচারের জন্যই এই সুনাম অর্জন করতে পেরেছে এটি। এমনকি সিএনজি অপশনেও মেলে মারুতির এই সাত আসন যুক্ত গাড়িটি। আর্টিগা এর প্রাণ ভোমরা হিসেবে ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা থেকে ৯৯ বিএইচপি শক্তি এবং ১৩৬.৮ এনএম টর্ক উৎপাদিত হয়। ফাইভ স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড অটোমেটিক দুই ধরনের ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ এতে। মারুতি সুজুকি আর্টিগা এর দামের রেঞ্জ ৮.৩৫ লাখ থেকে ১২.৭৯ লাখ টাকা পর্যন্ত।
Mahindra Bolero Neo (৯.৬৩ লাখ - ১২.১৪ লাখ টাকা)
এই তালিকায় অন্যতম স্বনামধন্য নাম মাহিন্দ্রা বোলেরো নিও। মাহিন্দ্রার তৈরি শক্তিশালী এই গাড়িটির অলিন্দে ১.৫ লিটারের mHawk ডিজেল ইঞ্জিন সংযুক্ত রয়েছে। ৯৮ বিএইচপি শক্তি এবং ২৬০ এনএম টর্ক মেলে এই ইঞ্জিন থেকে। সাথে কেবলমাত্র ৫ ধাপযুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স উপলব্ধ। ৯.৬৩ লাখ টাকা থেকে শুরু করে ১২.১৪ লাখ টাকার মধ্যেই কিনতে পারবেন এই বোলেরো নিও।
Kia Carens (১০.৪৫ লাখ - ১৮.৯৫ লাখ টাকা)
মারুতি সুজুকি আর্টিগা এর প্রধান প্রতিপক্ষ হিসাবে কয়েক বছর আগেই উঠে এসেছে কিয়া কারেন্স। বর্তমান দিনের অত্যাধুনিক সমস্ত ফিচারে ঠাসা এই এমপিভি মডেলটির এক্স শোরুম মূল্য ১০.৪৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৮.৯৫ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। মোট তিন ধরনের ইঞ্জিন অপশন রয়েছে এতে। প্রথমটি ১১৩ বিএইচপি শক্তি উৎপাদনকারী ১.৫ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। দ্বিতীয়টি ১.৫ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন, যা থেকে উৎপাদিত পাওয়ার ১৫৮ বিএইচপি। এছাড়াও রয়েছে ১.৫ লিটারের ডিজেল চালিত ইঞ্জিন। এটির থেকে ১১৪ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের ট্রান্সমিশন সিস্টেম রয়েছে কিয়ার এই গাড়িতে।