গাড়িতে সানরুফ চাইছেন? রইল ভারতের সবচেয়ে সস্তা 5 কম্প্যাক্ট এসইউভির লিস্ট
বর্তমান দিনে গাড়িতে হট-সেলিং ফিচারের মধ্যে অন্যতম সানরুফ। বলতে গেলে সাব-৪ মিটার এসইউভি সেগমেন্টে বিশাল চাহিদা । গাড়ির ভেতর দাঁড়িয়ে বাইরে উঁকি দিয়ে প্রকৃতির মনমুগ্ধকর বাতাস গায়ে লাগাতে কে না চান! তাই গাড়ি কেনার আগে তাতে সানরুফ আছে কিনা, তা অনেকেই দেখে নিচ্ছেন। কিছু সংস্থা তাদের গাড়িতে প্যানোরামিক সানরুফ দিচ্ছে। কিন্তু বহু মানুষের ধারণা সানরুফ-ওয়ালা গাড়ি মানেই হাতের নাগালের বাইরের দাম। এই ধারণা যে সম্পূর্ণ ভুল, তা প্রমাণ করতেই এই প্রতিবেদন। এখানে সানরুফ যুক্ত সবচেয়ে সস্তা পাঁচ কম্প্যাক্ট এসইউভির হদিশ রইল।
Maruti Suzuki Brezza
সানরুফ যুক্ত সবচেয়ে সস্তা কম্প্যাক্ট এসইউভি গাড়ির তালিকায় পঞ্চম মডেল হচ্ছে Maruti Suzuki Brezza। মারুতি সুজুকির সর্বপ্রথম মডেল হিসেবে এতে সানরুফ দেওয়া হয়েছিল। এরপর থেকে Brezza-কে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গাড়িটির বর্তমান দাম ৮.৩৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ZXi ট্রিমে সানরুফ অফার করা হয়।
Tata Nexon
দেশের অন্যতম বেস্ট সেলিং এসইউভি Tata Nexon। বর্তমানে এটি পেট্রোল, ডিজেল এবং ইলেকট্রিক ভার্সনে বিক্রি করা হয়। নেক্সন কিনতে বর্তমানে খরচ পড়ে ৮.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই গাড়ির Smart + S ভার্সনে সানরুফ উপলব্ধ রয়েছে। সানরুফ ভয়েস অ্যাক্টিভেটেড। অর্থাৎ মুখে বলে সানরুফ খোলা ও বন্ধ করা যায়।
Kia Sonet
চার মিটারের কম দৈর্ঘ্যের এসইউভি সেগমেন্টে নিঃসন্দেহে অন্যতম সবচেয়ে সুন্দর দেখতে গাড়ি Kia Sonet। যার নেপথ্যে রয়েছে পেশীবহুল ডিজাইন। এই গাড়ির পেট্রোল ও ডিজেল ইঞ্জিনে বেছে নেওয়া যায়। বর্তমান দাম ৭.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই গাড়ির HTE(O) ভ্যারিয়েন্টে সানরুফ ফিচার উপলব্ধ রয়েছে।
Hyundai Venue
দেশের এসইউভি গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে Hyundai Venue। দামের দিক থেকে Kia Sonet-এর চাইতে সস্তা এই গাড়ি। এটি কিনতে খরচ পড়ে ৭.৯৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। গাড়িটির S+ ও S(O) ভার্সন থেকে সানরুফ ফিচার অফার করা হয়েছে।
Mahindra XUV 3XO
ভারতের বাজারে নবীনতম মডেল হচ্ছে Mahindra XUV 3XO। কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এই গাড়ি। এর মূল্য ৭.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে প্যানোরামিক সানরুফ, যা কিনা সেগমেন্টের প্রথম। আবার সেগমেন্টের প্রথম এই গাড়িতে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ের অ্যাডাস প্রযুক্তি।