Activa, Notorq এর উপর চাপ বাড়িয়ে এই প্রথম এক মাসে 85,000 ই-স্কুটার বিক্রি, নতুন রেকর্ড Ola-র

By :  SUMAN
Update: 2023-04-06 18:31 GMT

বিগত ক’মাসে ভারতে বৈদ্যুতিক স্কুটারের বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যার প্রমাণ মিলছে প্রতি মাসে সংস্থাগুলির প্রকাশিত পরিসংখ্যানে। ২০২৩ এর মার্চেও ধারা অব্যাহত। কেন্দ্রীয় সরকারের বাহন পোর্টাল বলছে,গত মাসে মোট ৮৫,০০০ ইলেকট্রিক টু-হুইলার বিক্রির সাক্ষী থেকেছে ভারতবাসী। আগের বছর মার্চের থেকে ২৯% বেশি। উল্লেখ্য, এই প্রথম একমাসে এদেশে ব্যাটারি চালিত টু-হুইলার বিক্রির সংখ্যা ৮৫,০০০ স্পর্শ করল। এই প্রতিবেদনে গত মাসে সর্বাধিক ইলেকট্রিক টু-হুইলারের বিক্রয়কারী প্রথম পাঁচটি কোম্পানির সম্পর্কে আলোচনা করা হল।

Ola Electric

বিগত কয়েক মাস ধরে ভারতের পরিবেশবান্ধব টু-হুইলারের বাজারে সেরার শিরোপা ধরে রেখেছে ওলা ইলেকট্রিক। মার্চে ২১,২৭৪ ইউনিট বেচাকেনার মাধ্যমে এখনও পর্যন্ত একমাসে সর্বাধিক বিক্রির রেকর্ড গড়েছে তারা। এ বছর ফেব্রুয়ারিতে তাদের ১৭,৬৬৭টি ই-স্কুটার বিক্রি হয়েছিল।

TVS

টিভিএস-এর একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube-ও এ বছর মার্চে এখনও পর্যন্ত একমাসের সেরা বিক্রি দেখেছে। গত মাসে তাদের বেচাকেনার পরিমাণ ছিল ১৬,৭৭৬ ইউনিট। তুলনাস্বরূপ এ বছর ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল ১২,৫৭৩টি iQube। বিক্রিতে এই উত্থানের কারণে বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে টিভিএস।

Ather Energy

বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় একটি অন্যতম নাম হল এথার এনর্জি, যার সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত। বর্তমানে টু-হুইলার বিক্রির নিরিখে এটি ভারতের তৃতীয় বৃহত্তম সংস্থা। গত মাসে এথার মোট ১২,০৭৬ জন নতুন ক্রেতার সন্ধাম পেয়েছে। যেখানে এবছর ফেব্রুয়ারিতে বেচাকেনার পরিমাণ ১০,০০০-এর বেশি ছিল।

Ampere Vehicles

অ্যাম্পিয়ার ভেহিকেলস ব্যাটারি চালিত টু-হুইলার বিক্রির নিরিখে দেশের চতুর্থ বৃহত্তম সংস্থায় পরিণত হয়েছে। গত মাসে সংস্থাটি মোট ৯,৩৩৪ ক্রেতার হাতে বৈদ্যুতিক স্কুটারের চাবি তুলে দিতে পেরেছে। কয়েক সপ্তাহ আগে সংস্থাটি নতুন Primus লঞ্চের মাধ্যমে তাদের ইলেকট্রিক স্কুটারের লাইনআপ সম্প্রসারিত করেছে।

Hero Electric

বহু চেষ্টার পর অবশেষে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে এক সময়কার শীর্ষস্থানীয় বৈদ্যুতিক টু-হুইলার কোম্পানি হিরো ইলেকট্রিক। গত মাসে সংস্থাটি মোট ৬,৬৫২ ইউনিট টু-হুইলার বেচাকেনা করতে পেরেছে। এ বছর ফেব্রুয়ারির তুলনায় যা বেশ কিছুটা বেশি।

Tags:    

Similar News