স্টাইলে হিট, বাজেটে ফিট, কলেজ পড়ুয়াদের বাইকের অভাব মেটাবে এই 5 সেরা স্কুটার
হালফিলে তরুণ প্রজন্ম মজেছে অধিক স্টাইলিশ স্কুটারে। তা সে যে সংস্থারই হোক না কেন, যদি দর্শন আকর্ষণীয় হয় তবে বর্তমান দিনে সহপাঠীদের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় না। আজকের এই প্রতিবেদনে কলেজ পড়ুয়াদের জন্য পাঁচটি সেরা স্কুটারের হদিশ রইল।
TVS Ntorq
ভারতের তরুণ প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় স্কুটার হল TVS Ntorq 125। দর্শনের দিক থেকে যেমন স্টাইলিশ, তেমনই ভরপুর ফিচারে ঠাসা এটি। স্কুটারটিতে উপস্থিত একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড RT-Fi ইঞ্জিন। যা থেকে ৯.২ বিএইচপি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। দাম ৮৪,৩৮৬ টাকা থেকে ১.০৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
Hero Xoom
Hero Xoom ১১০ সিসি নতুন সদস্য। হালকা ওজনের স্কুটারটিতে রয়েছে চমকপ্রদ ডিজাইন। এতে উপস্থিত একটি ১১০.৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৮.০৫ বিএইচপি শক্তি এবং ৮.৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির দাম ৬৯,০৯৯ টাকা থেকে ৭৭,১৯৯ টাকা (এক্স-শোরুম)।
Ather 450X
বৈদ্যুতিক স্কুটার হওয়া সত্ত্বেও ডিজাইনের দিক থেকে তরুণ প্রজন্মের রাতের ঘুম কাড়তে সক্ষম Ather 450X। স্টাইলিশ এবং ফিচার সমৃদ্ধ এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৩.৭ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা সম্পূর্ণ চার্জে ১৪৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। স্কুটারটির দাম মূল্য ৯৮,১৮৩ টাকা থেকে ১.২৮ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।
Suzuki Burgman
স্টাইলিংয়ের জন্য ১২৫ সিসি ম্যাক্সি স্কুটার সেগমেন্টে নিজের জাত চিনিয়েছে Suzuki Burgman। এর রোড প্রেজেন্স বেশি। স্কুটারটিতে উপস্থিত একটি ১২৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৮.৫ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক পাওয়া যায়। মূল্য ৯৩,০০০ টাকা থেকে ১.১২ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।
Honda Activa
তালিকার সর্বশেষ স্কুটারটি হল Honda Activa। বর্তমানে ভারতের বেস্ট সেলিং স্কুটার এটিই। অ্যাক্টিভাতে রয়েছে একটি ১০৯.৫১ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। সিভিটি যুক্ত মোটর থেকে ৭.৭৩ বিএইচপি শক্তি এবং ৮.৯০ এনএম টর্ক পাওয়া যায়। এর মূল্য ৭৫,৩৪৭ টাকা থেকে ৮১,৩৪৮ টাকা (এক্স-শোরুম)।