দুর্দান্ত মাইলেজ, সঙ্গে নজরকাড়া লুকস, বাজেটে 125 সিসির সবচেয়ে স্টাইলিশ বাইক এগুলি

By :  SUMAN
Update: 2023-04-20 16:51 GMT

বিশ্বের বৃহত্তম টু-হুইলারের মার্কেট হল ভারত। ১০০ সিসি কমিউটার মডেল থেকে শুরু করে ১০০০ সিসি সুপারবাইক, সবধরনের মডেলই এদেশের বাজারে উপলব্ধ রয়েছে। তবে এর মধ্যে ১২৫ সিসি সেগমেন্ট হচ্ছে দ্রুততম বর্ধনশীল মোটরসাইকেলের বিভাগ। প্রতিমাসে এই জাতীয় মোটরসাইকেলের বিক্রি সবচেয়ে বেশি হতে দেখা যায়। অনেকে আবার ১২৫ সিসি সেগমেন্টের কথা শুনলে নাক কোঁচকান। তাদের ধারণা এই জাতীয় টু-হুইলার স্টাইলিংয়ের দিক থেকে অন্যান্য মডেলের চাইতে পিছিয়ে। কিন্তু এমন ভাবনা সম্পূর্ণ ভুল। এই প্রতিবেদনে দেশের মধ্যে সেরা পাঁচটি স্টাইলিশ ও স্পোর্টি ডিজাইনের মোটরসাইকেলের সম্পর্কে আলোচনা করা হল।

TVS Raider

TVS Raider হচ্ছে ১২৫ সিসি ইঞ্জিন যুক্ত দেশের মধ্যে সর্বাধিক ফিচার সমৃদ্ধ বাইক। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার এবং অয়েল কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত মোটরটি থেকে ১১.২ বিএইচপি শক্তি এবং ১১.২ এনএম টর্ক উৎপন্ন হয়। এর বর্তমান বাজার মূল্য ৯৩,৭১৯ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Pulsar 125 / NS125

Bajaj Pulsar হচ্ছে দেশের টু-হুইলারের বাজারে একটি অতি জনপ্রিয় নাম। ১২৫ সিসি অবতারেও বেছে নেওয়া যায় এটি। Pulsar 125 ও NS125 কারিগরি বৈশিষ্ট্যের দিক থেকে সমান। এর ১২৪.৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১১.৮ বিএইচপি শক্তি এবং ১১ এনএম টর্ক পাওয়া যায়। মোটরের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। Pulsar 125 সিরিজের দাম ৮৯,২৫৪ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

KTM 125 Duke

১২৫ সিসি সেগমেন্টে তরুণ প্রজন্মের জনপ্রিয় অন্যতম মোটরসাইকেলটি হল KTM 125 Duke। ১.৭৮ লক্ষ টাকা এক্স-শোরুম মূল্যের বাইকটিতে দেওয়া হয়েছে একটি ১২৪.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স যুক্ত মিলের আউটপুট ১৪.৩ বিএইচপি এবং ১২ এনএম টর্ক।

Honda SP125

বর্তমানে ১২৫ সিসির সর্বাধিক সস্তার মোটরসাইকেল হল Honda SP125। ৮৫,১৩১ টাকা এক্স-শোরুম মূল্যের মোটরসাইকেলটিতে রয়েছে একটি ১২৩. ৯৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। যা থেকে ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৯ এনএম টর্ক উৎপন্ন হয়। মিলের সাথে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

KTM RC 125

এই তালিকার সর্বশেষ মডেলটি হল KTM RC 125। এটি দেশের সর্বাধিক মূল্যের ১২৫ সিসি মডেল। ১.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্যের মোটরসাইকেলটিতে রয়েছে একটি ১২৪.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড মোটর। যা থেকে ১৪.৩ বিএইচপি শক্তি এবং ১২ এনএম টর্ক পাওয়া যায়। এতে রয়েছে একটি ৬-স্পিড ম্যানুয়াল গেয়ারবক্স।

Tags:    

Similar News