স্মার্টফোনের মতো ডিজিটাল স্ক্রিন, 1 লাখের নীচে এই সব টু-হুইলারে পাবেন এমন ফিচার

By :  techgup
Update: 2023-05-09 13:41 GMT

গাড়ি কিংবা বাইকের ক্ষেত্রে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের ভূমিকা অনস্বীকার্য। এর মাধ্যমে গাড়ির সম্পর্কে প্রতিমুহূর্তে বিভিন্ন তথ্য চালকের কাছে সবিস্তারে থাকে। একটা সময় ব্যবহার করা হতো অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর মধ্যে মূলত গতিবেগ, কত দূরত্ব চলেছে তার হিসাব এবং ফুয়েল গজ এই তিনটি তথ্য দেখতে পাওয়া যেত। তবে আজকালকার দিনের ১ লাখের নীচে বিভিন্ন বাইক এবং স্কুটারে এসেছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর মাধ্যমে ডিজিটালি গতিবেগ, দূরত্ব এবং ফুয়েল গজ ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় অনেক ধরনের তথ্য দেখতে পাওয়া যায়। এমনকি ব্লুটুটের মাধ্যমে মোবাইল ফোনের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন বা নেভিগেশনও প্রত্যক্ষ করা যায় ডিসপ্লেতে। এই প্রতিবেদনে এক লাখ টাকা বাজেটের মধ্যে এমনই ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সমৃদ্ধ ৫ টি টু-হুইলারের তালিকা প্রকাশ করা হলো।

TVS Ntorq 125 Race Edition (দাম ৯২,৮৯১ টাকা)

টিভিএস সবসময়ই তার বাইক এবং স্কুটার গুলিতে ভবিষ্যতের কথা ভেবেই বিভিন্ন রকম আধুনিক বৈশিষ্ট্য যুক্ত করে থাকে। এই সংস্থার তৈরি জনপ্রিয় স্কুটার এনটর্ক এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। আকর্ষণীয় স্পোর্টি লুকের এই স্কুটারটিতে প্রথম থেকেই সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে। রেসিং ডিএনএ নিয়ে জন্ম নেওয়া টিভিএস এনটর্ক এর পারফরম্যান্স চোখে পড়ার মতো। এছাড়াও এর সাথে থাকা টিভিএস এর নিজস্ব অ্যাপ্লিকেশন SmartXonnect এর সাহায্যে ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সঙ্গে যুক্ত করা যায়। এর ফলে স্কুটারটির স্বাস্থ্য, চালানোর ধরন, লাস্ট পার্কিং লোকেশন, কলার অ্যাসিস্ট এই সমস্ত কিছুই মোবাইলের মাধ্যমে দেখা সম্ভব।

Suzuki Avenis (দাম ৯২,৩০০ টাকা)

অনেকেই সুজুকি অ্যাভেনিস এর ডিজাইনের সঙ্গে টিভিএস এনটর্ক এর মিল খুঁজে পেলেও দুটোই কিন্তু ১২৫ সিসির স্পোর্টস স্কুটার। ফিচারের কথা বলতে গেলে মডেলটিতে ব্লুটুথ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ প্রায় সমস্ত ধরনের প্রয়োজনীয় বৈশিষ্ট্য পুরোদমে মজুত রয়েছে। টিভিএস স্মার্ট এক্স কানেক্ট এর মতোই এক্ষেত্রেও সুজুকি রাইড কানেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফোনের সঙ্গে ব্লুটুথ দিয়ে ইন্সট্রুমেন্ট ক্লাসটার যুক্ত করা যায়। এর ফলে কল, এসএমএস এলার্ট, স্পিড এলার্ট, ফোনের ব্যাটারি লেভেল, টার্ন-বাই-টার্ন নেভিগেশন স্কুটারের ডিসপ্লেতে ভেসে ওঠে।

Hero Splendor+ XTEC (দাম ৭৬,৩৪৬ টাকা)

দেশের মোটরসাইকেলের জগতে বিশ্বস্ত এবং ভরসাযোগ্য মডেলের কথা বলতে গেলে প্রথমেই নাম আসে হিরো স্প্লেন্ডার এর। দীর্ঘ বছরের পথ পেরিয়ে বর্তমানে এর এক্সটেক ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে। এমনকি হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইকটি এই সেগমেন্টে প্রথম ব্লুটুথ কানেক্টটিভিটির অধিকারী। ব্লুটুথ এর মাধ্যমে কল অ্যালার্ট, এসএমএস এলার্ট, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর এই সমস্ত তথ্য দেখতে পাওয়া যায়।

Suzuki Access 125 (দাম ৮৫,৫০০ টাকা)

সুজুকি অ্যাভেনিস এবং অ্যাক্সেস ১২৫ দুটি স্কুটারের ক্ষেত্রেই ৮.৫ বিএইচপি এবং ১০ এনএম টর্ক উৎপাদনকারী একই ধরনের ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এমনকি এর রাইড কানেক্ট এডিশনে আগের মডেলটির মতোই ব্লুটুথ যুক্ত ডিজিটাল কনসোল দেখতে পাওয়া যায়। সুজুকি রাইড কানেক্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের ব্যাটারি লেভেল, কল/এসএমএস/হোয়াটসঅ্যাপ এলার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ওভার স্পিড ওয়ার্নিং এবং বিভিন্ন ধরনের আপডেট সংক্রান্ত তথ্য ডিসপ্লেতে প্রদর্শিত হয়।

Yamaha Fascino দাম (৮৮,২৩০ টাকা)

আজকের তালিকায় একদম শেষে রয়েছে মাইল্ড হাইব্রিড প্রযুক্তির ১২৫ সিসির ইয়ামাহা ফ্যাসিনো ১২৫। এই স্কুটারটিতেও ব্লুটুথ যুক্ত অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা ওয়াই কানেক্টের সাহায্যে কল/এসএমএস/হোয়াটসঅ্যাপ অ্যালার্ট এগুলি এই ডিসপ্লেতে দেখা যায়। অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনের মধ্যে পেট্রোল খরচের হিসাব, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রিমাইন্ডার এবং সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা এই সংস্থার সমস্ত রাইডারদের মধ্যে আপনার র‍্যাঙ্ক কত তা জানা যায়।

Tags:    

Similar News