দারুণ গাড়ি কিন্তু প্রচার নেই, Mahindra, Tata-র 5 আন্ডাররেটেড মডেল সম্পর্কে জানলে অবাক হবেন

By :  techgup
Update: 2023-04-11 09:17 GMT

বর্তমান দিনের ঝাঁ চকচকে দুনিয়ায় আমরা অনেকেই কেবলমাত্র উপরের ঔজ্জলতাকে অত্যাধিক প্রাধান্য দিয়ে থাকি। বেশিরভাগ সময়ই চমকপ্রদ বিজ্ঞাপন আমাদের বাস্তবিক যুক্তিসংগত সিদ্ধান্তকে বিপথে চালিত করে। আর সেই কারণেই অনেক ক্ষেত্রেই সঠিক গুণগতমান সম্পন্ন কোনো কিছু আমাদের নজর এড়িয়ে যায়। ঠিক যেমন ভারতবর্ষের গাড়ির বাজার। রাস্তায় বেরোলেই বড় হোর্ডিং কিংবা টেলিভিশন অথবা প্রতিদিনের খবরের কাগজের বিজ্ঞাপন দেখে বেশিরভাগ মানুষ তাদের পছন্দের গাড়ি কেনার পিছনে ছুটে থাকেন। বাদ পড়ে যায় প্রচারের আড়ালে থাকা উপযুক্ত মানের গাড়ি। এই প্রতিবেদনে তেমনই পাঁচ আন্ডাররেটেড গাড়ির তালিকা রইল।

Mahindra XUV300

সাম্প্রতিক কালে কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে টাটা নেক্সন এর সুরক্ষার বন্দোবস্ত জানেন না এমন মানুষ খুবই কম আছেন। তবে আপনি জানেন কি গ্লোবাল এনক্যাপ সেফটি রেটিং এজেন্সির দেওয়া ফাইভ স্টার যুক্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে মাহিন্দ্রা XUV300 মডেলটিতে? দেশীয় সংস্থা মাহিন্দার তৈরি এটি ভারতবর্ষের অন্যতম সুরক্ষিত কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের গাড়ি যার দামের রেঞ্জ ৮.৪১ লাখ টাকা থেকে শুরু করে ১৪.০৭ লাখ টাকা(এক্স শোরুম) পর্যন্ত গিয়েছে।

পছন্দমত তিনটি ইঞ্জিন অপশন মিলবে এতে। ১১৫.০৫ বিএইচপি শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপাদনকারী ১.৫ লিটারের টার্বো ডিজেল ইঞ্জিন, ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন যা থেকে ১০৮.৬৩ বিএইচপি শক্তি এবং ২০০ এনএম টর্ক উৎপন্ন হয়। আর সবশেষে রয়েছে ১.২ লিটারের mSTALLION TGDI পেট্রোল ইঞ্জিন যা থাকে উৎপন্ন হওয়া পাওয়ার এবং তর্ক আউটপুট যথাক্রমে ১২৮.৭৩ বিএইচপি এবং ২৩০ এনএম। XUV300 এর প্রধান প্রতিপক্ষদের মধ্যে রয়েছে Brezza, Nexon এবং Creta।

Tata Altroz

অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে টাটা মোটরস এই অ্যালট্রজ নামের হ্যাচব্যাক মডেলটি লঞ্চ করলেও জনসাধারণের মধ্যে তা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। যে মুহূর্তে ভারতবর্ষের বাজার ধীরে ধীরে সাব কমপ্যাক্ট এসইউভি মডেলের দিকে ঝুঁকেছে ঠিক তখনই টাটা মোটরস লঞ্চ করে তাদের প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলটি। ফাইভ স্টার সেফটি রেটিং যুক্ত থাকলেও সে ভাবে বিকোচ্ছে না টাটার এই গাড়ি। বহু প্রিমিয়াম ফিচার রয়েছে এতে। গাড়িটির এক্স শোরুম মূল্য ৬.৪৫ লাখ টাকা থেকে শুরু করে ১০.৪০ লাখ টাকা পর্যন্ত গিয়েছে। টাটা অ্যালট্রজ নিঃসন্দেহে এদেশের অন্যান্য সাব কমপ্যাক্ট এসইউভি এবং প্রিমিয়াম হ্যাচব্যাক মডেলকে সমানে টক্কর টক্কর দিয়ে চলেছে।

Honda Amaze

আজকের দিনে দাড়িয়েও ভারতের বাজারে হোন্ডার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির মধ্যে অন্যতম হোন্ডা আমেজ। এটি তাদের এখনো পর্যন্ত সেরা প্রোডাক্ট হিসেবে গণ্য করা হয়। এখন নিশ্চয়ই আপনার মনে সংশয় জাগছে যে তবে আজকের তালিকায় হোন্ডার এই গাড়িতে কেন রাখা হয়েছে? এর অন্যতম বড় কারণ হলো একটা সময়ে হোন্ডা আমেজ গাড়িটির প্রতিমাসে যতগুলি মডেল বিক্রি হতো বর্তমানে সেই সংখ্যায় লক্ষণীয়ভাবে পতন দেখা গিয়েছে।

জাপানি সংস্থাটি চেষ্টায় কোনো ত্রুটি না রাখলেও Maruti Suzuki Dzire এর মত ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেডানের থেকে অনেকটাই পিছিয়ে হোন্ডা আমেজ। এর রিফাইন্ড ইঞ্জিন এবং বিশ্বস্ত পারফরমেন্স এই সব কিছুই গাড়িটিকে করে তুলেছে অনবদ্য। বর্তমানে এটি কিনতে খরচ হবে ৬.৮৯ লাখ - ৯.৪৮ লাখ টাকা(এক্স শোরুম) পর্যন্ত।

Citroen C3

লঞ্চ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই আজকের এই তালিকায় Citroen C3 কে রাখা নিয়ে অনেকেই বিতর্ক করতে পারেন। তবে বাস্তব ব্যাপারটি হল যদি আপনি এই সংস্থার সমগ্র দেশব্যাপী ডিলারশিপ নেটওয়ার্ক এবং সার্ভিস সেন্টারের সংখ্যার দিকে নজর দেন তবে এর কারণ সম্পর্কে খানিকটা আন্দাজ করতে পারবেন। বাস্তবিক ক্ষেত্রে মারুতি সুজুকি এবং হুন্ডাই এর মতো বিপুল সংখ্যক মডেল বিক্রি করার মতো ব্যবস্থাপনা তৈরি করা এই সংস্থার পক্ষে বেশ কষ্টসাধ্য।

Citroen C3 এর দুর্ভাগ্য যে এটি এমন এক বাজারে পদার্পণ করেছে যা ইতিমধ্যেই বিভিন্ন বড় সংস্থার নিয়ন্ত্রণাধীন। তাই নতুন হ্যাচব্যাক কেনার ব্যাপারে আপনি যদি চিরাচরিত নামকরা বিভিন্ন সংস্থার গণ্ডি পেরিয়ে Citroen C3 কে আপন করে নেন তবে নিঃসন্দেহে আপনি লাভবান হবেন। এর এক্স শোরুম মূল্যের রেঞ্জ ৬.১৬ লাখ টাকা থেকে শুরু করে ৮.২৫ লাখ টাকা পর্যন্ত গিয়েছে।

Mahindra Bolero Neo

একসময় ভারতবাসীর কাছে মাহিন্দ্রা TUV300 যথেষ্ট নাম করতে পারলেও তারই রিব্যাজড ভার্সন মাহিন্দ্রা বোলেরো নিও কিন্তু সেই অর্থে তেমন সাফল্য পায়নি। কম বাজেটের মধ্যে একটি শক্তিশালী এসইউভি গাড়ি হিসাবে মাহিন্দ্রা বোলেরো নিও এর বিকল্প খুঁজে পাওয়া এক কথায় মুশকিল। ওল্ড ফ্যাশন ডিজাইনের এই গাড়িটি ল্যাডার ফ্রেমের উপর তৈরি। ৯.৬৩ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২.১৪ লাখ টাকা(এক্স শোরুম) পর্যন্ত খরচ হবে মাহিন্দ্রার এই আন্ডাররেটেড গাড়িটি নিজের গ্যারেজে আনতে।

Tags:    

Similar News