প্রতীক্ষার অবসান ঘটিয়ে জুলাইয়ে লঞ্চ হতে চলেছে Toyota, Hyundai-সহ যে পাঁচ সংস্থার গাড়ি

By :  techgup
Update: 2022-07-04 13:40 GMT

চলতি বছরের দ্বিতীয়ার্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং গাড়ি বাজারে আমরা কিছু ধামাকা লঞ্চের সাক্ষী হতে চলেছি। নির্মাতারা প্রতিযোগিতায় টিকে থাকতে কখনও ছোটখাট আবার কখনও বড়সড় আপডেট দিচ্ছে গাড়িতে। চলতি মাসে এসইউভি থেকে শুরু করে এবং প্রিমিয়াম লাক্সারি সেডান এবং বৈদ্যুতিক গাড়ি বাজারে আসার অপেক্ষায় রয়েছে। এখানে জুলাই মাসে লঞ্চ হতে চলা পাঁচটি বহু প্রতীক্ষিত গাড়ির তালিকা তুলে ধরা হল।

Toyota Urban Cruiser Hyryder

টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার জুলাইয়ের প্রথম দিনেই এ দেশের পাশাপাশি গ্লোবাল মার্কেটের জন্য আত্মপ্রকাশ করেছে। শক্তিশালী হাইব্রিড প্রযুক্তিযুক্ত এই গাড়িতে রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন। এছাড়াও, গাড়িটির ১.৫ লিটারে মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিনও উপলব্ধ হবে। যা ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও ৬ স্পিড অটোমেটিক ট্রান্সমিশন অপশনে আসবে। সমস্ত ভেরিয়েন্টের মূল্য সামনের মাসে প্রকাশ করা হলেও, আগাম বুকিং কিন্তু এই মাস থেকে শুরু হয়ে গেছে।

Audi A8 L Facelift

BMW-7 সিরিজ এবং Mercedes Benz-S-Class-এর সঙ্গে টক্কর নিতে আগামী ১২ ই জুলাই এদেশে লঞ্চ হতে চলেছে Audi A8 L Facelift। প্রি-বুকিং ইতিমধ্যেই চালু করা হয়েছে। কিছু বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি নতুন বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। Audi A8 L Facelift ৩.০ লিটারের টার্বোচার্জড V6 পেট্রোল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। ইঞ্জিনটি ৩৩৫ বিএইচপি ক্ষমতা ও ৫০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ৮ স্পিডযুক্ত অটোমেটিক ট্রান্সমিশন এতে দেওয়া হয়েছে।

Hyundai Tucson

Venue Facelift-এর পর আগামী ১৩ই জুলাই ভারতে পদার্পণ করতে চলেছে চতুর্থ প্রজন্মের Hyundai Tucson। বিদায়ী মডেলের তুলনায় এতে নতুন স্টাইলিং ও ফিচার-সহ একগুচ্ছ আপডেট দেখা যাবে। Hyundai Tucson এর ভারতীয় ভার্সনে থাকবে ৬ স্পীড অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ২.০ লিটারের পেট্রল ইঞ্জিন এবং ৮ স্পিড অটোমেটিক ট্রান্সমিশনযুক্ত ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। বাজারে আসার পর Citroen C5, Aircross, Jeep Compass গাড়িগুলি সঙ্গে Hyundai Tucson এর প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে।

Citroen C3

Citroen C3 আগামী ২০শে জুলাই ভারতে লঞ্চ হতবে। ২১,০০০ টাকার বিনিময়ে ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয় গেছে। এর দুটি ভার্সনের একটিতে রয়েছে ৮১ বিএইচপি ও ১১৫ এনএম আউটপুট সহ ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন এবং অন্যটি ১.২ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, যার পাওয়ার ও টর্ক যথাক্রমে ১০৯ বিএইচপি ও ১৯০ এনএম। ৫ স্পিড ও ৬ স্পিড এই দু-ধরনেরই ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন থাকছে।

Volvo XC40 Recharge

আমাদের এই তালিকার শেষ এবং একমাত্র বৈদ্যুতিক গাড়ি হল Volvo XC40 Recharge। ভারতে বিভিন্ন অংশ জুড়ে তৈরি করা এই মডেলটি এই মাসেই লঞ্চ হতে চলেছে। এ দেশে ভলভোর এই প্রথম ইলেকট্রিক এসইউভি মডেলে ৭৮ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। ভলভোর দাবি একবার সম্পূর্ণ চার্জ করলে এটি ৪০০ কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। ১৫০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জারের সাহায্যে ০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগে মাত্র চল্লিশ মিনিট।

Tags:    

Similar News