Upcoming Cars: 2024 সাল কাঁপাবে এই 5 গাড়ি, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে দাম

By :  SUMAN
Update: 2023-12-24 12:57 GMT

১০ লাখের মধ্যে ভারতের বাজারে আসতে চলেছে পাঁচটি দুর্দান্ত গাড়ি। যে তালিকায় হ্যাচব্যাক থেকে শুরু করে রয়েছে সেডান ও এসইউভি। লেটেস্ট ট্রেন্ড বলছে প্রিমিয়াম মডেলের জন্য বেশি খরচ করতে পিছুপা হচ্ছে না ক্রেতারা। তাই দশ লাখ প্রাইস রেঞ্জের মধ্যে গাড়ির ডালি সাজিয়ে হাজির হতে চলেছে নির্মাতারা। নতুন বছরে লঞ্চ হতে চলা তেমনই পাঁচ আপকামিং গাড়ির সন্ধান রইল এই প্রতিবেদনে।

Kia Sonet facelift

২০২৪-এর জানুয়ারিতে কোরিয়ার কোম্পানি কিয়া তাদের Sonet facelift গাড়িটি লঞ্চ করবে। ইতিমধ্যেই ২০,০০০ টাকার বিনিময়ে সংস্থার ডিলারশিপ এবং অনলাইনে গাড়িটির বুকিং করা যাচ্ছে। এই কম্প্যাক্ট এসইউভির দাম ৭ লাখ টাকার কাছাকাছি হতে পারে বলে অনুমান। তবে মিড-লেভেল এবং হাই-স্পেক ভ্যারিয়েন্টের দাম ১০ লাখ পেরোতে পারে।

নতুন মডেলটিতে প্রথম পর্যায়ের অ্যাডাস (ADAS) দেওয়া হতে পারে। আবার এর বেস ভ্যারিয়েন্টেও ছয়টি এয়ারব্যাগ, ইএসসি, রিয়ার পার্কিং সেন্সর, থ্রি পয়েন্ট সিট বেল্ট, রিমাইন্ডার-এর মত একাধিক সুরক্ষাজনিত ফিচারের দেখা মিলবে। তিন ধরনের ইঞ্জিন অপশন এতে উপলব্ধ থাকবে – ১.২ লিটার পেট্রোল (৮৩ পিএস), ১.০ লিটার টার্বো পেট্রোল (১২০ পিএস) এবং ১.৫ লিটার টার্বো ডিজেল (১১৬ পিএস)।

New Maruti Swift

মারুতি সুজুকি বছরের প্রথম ত্রৈমাসিকে নতুন প্রজন্মের Swift লঞ্চ করবে। শক্তিশালী HEARTECT প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে গাড়িটি। অন্দরমহল এবং বাহ্যিক ডিজাইনে বেশ কিছু নতুনত্বের দেখা মিলবে, যা Fronx ও Baleno থেকে অনুপ্রাণিত। গাড়িটি পেট্রোল এবং হাইব্রিড পেট্রোল ইঞ্জিনে মিলবে।

এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১.২ লিটার DOHC ইঞ্জিন, যার আউটপুট ৮২ বিএইচপি ও ১০৮ এনএম টর্ক। মাইল্ড হাইব্রিড ভার্সনের সাথে রয়েছে একটি ডিসি সিঙ্ক্রোনাস মোটর। ৫-স্পিড ম্যানুয়াল এবং নতুন সিভিটি অটোমেটিক গিয়ারবক্স সমেত বেছে নেওয়া যাবে।

New Maruti Dzire

Swift-এর পাশাপাশি নতুন প্রজন্মের Dzire আনছে মারুতি সুজুকি। এটি সাব-ফোর মিটার সেডান। ২০২৪-এর মাঝামাঝিতে বাজারে হাজির করতে পারে সংস্থা। নতুন মডেলটির বাহির ও ভেতরের ডিজাইনের কিছু পরিবর্তন নজরে পড়বে। সুইফ্ট-এর মতো এতেও থাকবে হাইব্রিড প্রযুক্তি সহ ১.২ লিটার, ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। এতে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স অপশন উপলব্ধ থাকবে। ।

Tata Altroz facelift

Altroz facelift নতুন বছরেই লঞ্চ করবে টাটা মোটরস। গাড়িটির কেবিন এবং বাইরের ডিজাইনে আপডেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ফিচার্স হিসেবে থাকছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ইলেকট্রিক সানরুফ ইত্যাদি। ফেসলিফ্টে ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন এবং ১.২ লিটার ডিরেক্ট ইনজেকশন টার্বো পেট্রোল ইঞ্জিন থাকতে পারে। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড ডুয়াল ক্লাস অটোমেটিক ট্রান্সমিশন সমেত বেছে নেওয়া যাবে।

Nissan Magnite facelift

নতুন মাঝারি আকারের এসইউভি লঞ্চের আগে নিসান তাদের সাব-৪ মিটার এসইউভি Magnite-এ ফেসলিফ্ট আপডেট দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে। নতুন বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ হওয়ার সম্ভাবনা। লুকস এবং ফিচারে নতুনত্ব থাকতে পারে। আগের মতই ১.০ লিটার থ্রি-সিলিন্ডার পেট্রোল এবং ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে অফার করা হতে পারে গাড়িটি।

Tags:    

Similar News