TVS থেকে Honda, দেশে লঞ্চ হতে চলেছে 5 দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, বিস্তারিত জানুন
বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গ লোকের মুখে মুখে আলোচিত হচ্ছে। কম খরচে ও পরিবেশবান্ধব উপায়ে পথ চলার আনন্দ উপভোগ করতে বৈদ্যুতিক টু-হুইলার পরিবারে সদস্যের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি বাড়ছে বাজারে ব্যাটারি চালিত স্কুটারের সম্ভার। প্রতি মাসেই বিভিন্ন সংস্থা তাদের নিত্যনতুন মডেল নিয়ে হাজির হচ্ছে। এমনই আসন্ন কয়েকটি ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গে এই প্রতিবেদনে আমরা জেনে নেব।
TVS iQube ST
কিছু নতুন ফিচার সমেত ২০২৩ অটো এক্সপো-তে tvs তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার iQube ST-এর ঝলক দেখিয়েছিল। iQube রেঞ্জের টপ মডেলটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে হাজির হবে। এতে থাকছে ৪.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যেখানে লোয়ার ট্রিমের ৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি রয়েছে। এটি সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার রেঞ্জ প্রদানের সাথে ৭২ কিমি প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারবে। নতুন পেইন্ট স্কিমের সাথে অতিরিক্ত ফিচার হিসেবে থাকছে টিপিএমএস এবং ভয়েস অ্যাসিস্ট।
Suzuki e-Burgman
মার্চ ২০২৩-এ Suzuki e-Burgman বিশ্ববাজারে উন্মোচিত হয়েছে। ইতিমধ্যেই এদেশের রাস্তায় বৈদ্যুতিক স্কুটারটির টেস্ট রান চলাকালীন একাধিকবার স্পট করা গিয়েছে। সব ঠিকঠাক চললে আগামী বছর ভারতের বাজারে বৈদ্যুতিক ভার্সনের বার্গম্যান হাজির করবে সুজুকি। যদিও এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। শক্তির উৎস হিসাবে এতে থাকছে, একটি ৪ কিলোওয়াট মোটর। ৪৪ কিলোমিটার রেঞ্জের সাথে ৬০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে সক্ষম স্কুটারটি।
Honda-র একজোড়া নতুন বৈদ্যুতিক স্কুটার
২০২৩-২৪ এ দুটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে হোন্ডা। দুটি মডেলই ভারতের মাটিতেই তৈরি করা হবে। যার মধ্যে প্রথমটি হতে পারে Activa-র ব্যাটারি ভার্সন। পরিবেশবান্ধব মডেলের জন্য সংস্থার নতুন ‘E’ কোড নামের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে এটি। ভবিষ্যতেও এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে সংস্থা। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, প্রথম মডেলে একটি ফিক্সড ব্যাটারি এবং দ্বিতীয় মডেল সোয়াপেবল ব্যাটারি থাকবে।
Yamaha Neo's ও E01
ভারতে সম্প্রতি এক ডিলার ইভেন্টে প্রদর্শিত Yamaha Neo's ও E0 স্কুটার দুটি শীঘ্রই বাজারে আনা হবে। যদিও লঞ্চের সময়কাল সম্পর্কে এখনও রহস্য বজায় রেখেছে ইয়ামাহা। অনুমান করা হচ্ছে ২০২৪ অথবা ২০২৫-এ এদেশের বৈদ্যুতিক টু-হুইলারের বাজারে পদার্পণ করবে জাপানি সংস্থাটি। বিশ্ববাজারে দুটি মডেলেরই বর্তমানে উৎপাদন শুরু হয়েছে। যার মধ্যে Neo's শীঘ্রই লঞ্চ হবে। সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ৬০-৭০ কিমি।
River e-Scooter
বেঙ্গালুরুর স্টার্টআপ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ইন্ডি খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। এতে থাকছে বড় এলইডি লাইট, ১৪ ইঞ্চির বৃহৎ হুইল। যা সকলের নজর কাড়বে। এর ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার রাস্তা যেতে পারবে বলে দাবি করা হয়েছে। জিনিসপত্র বহনের সুবিধার্থে এতে রয়েছে ২৫ লিটারের টপ বক্স ও ৪০ লিটারের পেনিয়ার লাগেজ। এছাড়াও ইকো,রাইড ও রাস নামক তিনটি রাইটিং মোড এতে উপলব্ধ।