নতুন Karizma থেকে Xoom 125, বাজারে ঝড় তুলতে শীঘ্রই আসছে হিরোর এই 5 বাইক-স্কুটার
পাঁচ মাস পেরিয়ে চলতি বছরের ষষ্ঠতম মাসে পদার্পণ করেছি আমরা। বছর পেরোতে আর বাকি ছয় মাস। ভারতের বৃহত্তম দুই চাকা গাড়ি নির্মাতা হিরো মটোকর্প (Hero MotoCorp) আগামী এই ছয় মাসের মধ্যেই বেশ কিছু নতুন চমক আনতে চলেছে। এর মধ্যে রয়েছে যেমন নতুন বাইক, তেমনই স্কুটার প্রেমীদের জন্যও থাকছে নতুনত্বের ছোঁয়া। আজকের প্রতিবেদনে ২০২৩ সালে হিরো মটোকর্পের তরফে লঞ্চ করতে চলা পাঁচটি টু-হুইলার মডেলের সন্ধান রইল।
Hero MotoCorp এর টপ 5 টু-হুইলার
Hero Xtreme 160R
আগামী ১৪ই জুন আত্মপ্রকাশ করতে চলেছে হিরো এক্সট্রিম ১৬০আর এর আপডেটেড ভার্সন। নতুন মডেলটি সামনের দিকে ইউএসডি ফর্ক সহ ব্লুটুথ কানেকশন যুক্ত নয়া ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হবে। ঞ্জিনেও পরিবর্তন হবে বেশ কিছু। যেমন একে চালিকাশক্তি জোগাবে ১৬৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফোর ভাল্ভ ইঞ্জিন। সাথে থাকছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স ও নতুন কালার স্কিম।
Hero Xoom 125
গত বছরেই জুম ১১০ লঞ্চ করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল হিরো মটোকর্প। সেই রেশ বজায় রাখতেই এবার আসতে চলেছে স্কুটারটির ১২৫ সিসির অবতার। সংস্থার জনপ্রিয় দুটি স্কুটার Destini এবং Maestro Edge 125-তে ব্যবহৃত ১২৪.৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে জুম ১২৫ মডেলে। যা সর্বোচ্চ ৯ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ১০.৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে।
Hero Xtreme 200S 4V
হিরোর একমাত্র ফুল ফেয়ারিং যুক্ত মোটরসাইকেল হল এক্সট্রিম ২০০ এস ৪ভি। যা নতুন ফোর-ভাল্ভ ইঞ্জিন এবং নয়া কালার স্কিমের সঙ্গে আপডেট হতে চলেছে।
এতে ১৯৯.৬ সিসির অয়েল কুল্ড ৪ ভালভ ইঞ্জিন থাকবে, যা থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ১৮.৯ বিএইচপি এবং ১৭.৩৫ এনএম। সাথে থাকবে ফাইভ স্পিড গিয়ার বক্স। প্রসঙ্গত এই একই ইঞ্জিন হিরোর অন্য দুই বাইক Xpulse 200 এবং Xpulse 200T-তে ব্যবহৃত হয়।
Hero Karizma XMR
আইকনিক কারিশমা নামকে পুনরায় জাগিয়ে তুলতে তৎপর সংসযফা। সম্পূর্ণ আধুনিক চেহারায় আত্মপ্রকাশ করবে হিরোর নতুন কারিশমা এক্সএমআর ২১০। ইতিমধ্যেই সংস্থার ডিলারদেরকে নিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই বাইকটির প্রদর্শন করা হয়েছে। অতি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে এটি। এর ইঞ্জিন সংক্রান্ত যাবতীয় তথ্য এখনও পর্যন্ত অবগুন্ঠনে ঢাকা থাকলেও এতে লিকুইড কুলিং প্রযুক্তি সমৃদ্ধ ইঞ্জিন, ডুয়েল চ্যানেল এবিএস এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকবে বলেই মনে করা হচ্ছে।
Hero-Harley X440
আন্তর্জাতিক বাজারের তাবড় বাইক নির্মাতা হার্লে ডেভিডসন এর সঙ্গে বেশ কয়েক বছর আগেই হাত মিলিয়েছে হিরো। শীঘ্রই এই দুই সংস্থার মিলিত প্রচেষ্টায় তৈরি প্রথম মোটরসাইকেল এক্স৪৪০ লঞ্চ করতে চলেছে ভারতের মাটিতে। এন্ট্রি লেভেল রোডস্টার মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে এই বাইকটি। দাম থাকবে মোটামুটি ভাবে ৩ লাখ টাকার (এক্স শোরুম) মধ্যেই। লঞ্চ করার পর ভারতের বাজারে Royal Enfield 350, Jawa Perak এবং Yezdi Roadstar এর সাথে করা টক্কর নেবে Hero-Harley X440।