দুই প্রাক্তন সঙ্গীর মধ্যে রেষারেষি, Splendor ও Activa-র সৌজন্যে শীর্ষে Hero এবং Honda

By :  SUMAN
Update: 2023-08-09 13:25 GMT

জুলাইয়ে ভারতের টু-হুইলারের বাজারে প্রথম সারির বেশ কিছু সংস্থা বিক্রিতে পতন প্রত্যক্ষ করেছে। যার মধ্যে অন্যতম হিরো মোটোকর্প (Hero MotoCorp) ও হোন্ডা (Honda)। দুই কোম্পানির মধ্যে বিক্রির ব্যবধান অনেকটাই কমে আসতে দেখা গিয়েছে। অন্যদিকে, এই প্রথম কোনও মাসে ১ লাখের বেশি দু'চাকা বিক্রি করেছে Suzuki। ফলে Royal Enfield-কে ছয় নম্বরে ঠেলে প্রথম পাঁচে ঢুকে পড়েছে জাপানি ব্র্যান্ডটি। এই প্রতিবেদনে দেশের টু-হুইলার মার্কেটে প্রথম ছ'টি সংস্থার বেচাকেনার হালহকিকত তুলে ধরা হল।

Hero MotoCorp (মোট ৩,৭১,২০৪ ইউনিট)

ভারতে এ বছর জুনে ৩,৭১,২০৪টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি হওয়ায় জুলাইয়ের বেচাকেনাতে ১২.১৯% পতন দেখেছে হিরো মোটোকর্প। তা সত্ত্বেও শীর্ষস্থান নিজের দখলে রেখেছে সংস্থাটি। আবার আগের বছর জুলাইয়ের তুলনায় এবারের বিক্রিবাটায় ১৩.৮১% ঘাটতি গিয়েছে। হিরো সম্প্রতি Xtreme 200S 4V ও Harley-Davidson X440 লঞ্চ করেছে।

Honda Motorcycle & Scooter India (মোট ৩,১০,৮৬৭ ইউনিট)

হোন্ডা এ বছর জুনে দেশে মোট ৩,০২,৭৫৬টি দু'চাকা গাড়ি বিক্রি করতে পেরেছিল। ফলে জুলাইয়ে বেচাকেনায় ২.৬৮% উত্থান ঘটেছে। কিন্তু ২০২২-এর জুলাইয়ের (৩,৫৫,৫৬০) তুলনায় গত মাসের বিক্রিবাটায় ১২.৫৭% সঙ্কোচন লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি হোন্ডা এদেশের বাজারে Dio 125 লঞ্চ করেছে। আবার SP 160 মডেলও আনতে চলেছে।

TVS Motor Company (মোট ২,৩৫,২৩০ ইউনিট)

জুন ২০২৩-এ টিভিএস মোট ২,৩৫,৮৩৩ ক্রেতার হাতে নিজেদের টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছিল। সেই তুলনায় আগের মাসের বেচাকেনায় মাত্র ০.০২% ঘাটতি গিয়েছে। আবার আগের বছর জুলাইয়ে বিক্রি হয়েছিল ২,০১,৯৪২। ফলে গত মাসে বিক্রিতে ১৬.৪৮% অগ্রগতি ঘটেছে। বর্তমানে তারা Apache RR 310 লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Bajaj (মোট ১,৪১,৯৯০ ইউনিট)

এ বছর জুনে বাজাজ ১,৬৬,২৯২ ইউনিট টু-হুইলার বিক্রির করায় জুলাইয়ে ১৪.৬১% পতনের সাক্ষী থেকেছে। আবার আগের বছর একই সময়ে বিক্রির (১,৬৪,৩৮৪ ইউনিট) অঙ্ক তুলনা করলে তা জুলাইয়ের থেকে ১৩.৬২% কম। বাজাজ তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার চেতকের বিক্রিতে অগ্রগতি দেখেছে। সম্প্রতি তারা Triumph Speed 400 লঞ্চ করে বাজারে সাড়া ফেলে দিয়েছে।

Suzuki (মোট ৮০,৩০৯ ইউনিট)

এ বছর জুনের (৬৩,০৫৯ ইউনিট) তুলনায় জুলাইয়ে সুজুকি ২৭.৩৫% অধিক টু-হুইলার বিক্রি করতে পেরেছে। এমনকি আগের বছর জুলাইয়ের (৬০,৮৯২ ইউনিট) থেকে বেচাকেনায় ৩১.৮৯% আধিক্য দেখেছে তারা। বিক্রির সাথে গত মাসে ২৭,৫২৭ ইউনিট রপ্তানি মিলিয়ে এদেশে এই প্রথম এক লক্ষ বেচাকেনার গন্ডি বেরিয়েছে সুজুকি। সম্প্রতি Access 125-এর ৫০ লক্ষতম মডেল উৎপাদন করেছে তারা।

Royal Enfield (মোট ৬৬,০৬২ ইউনিট)

রয়্যাল এনফিল্ড আগের বছর জুলাইয়ের (৪৬,৫২৯ ইউনিট) তুলনায় গত মাসে বিক্রিতে ৪১.৯৮% বৃদ্ধি ঘটাতে পেরেছে। তবে এ বছর জুনে ৬৭,৪৯৫ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ায় জুলাইয়ের বেচাকেনায় ২.১২% পতন ঘটেছে। সম্প্রতি Hunter 350 বাইকটি ২ লাখ বিক্রির মাইলফলক স্পর্শ করেছে।

Tags:    

Similar News