Mahindra-র এই পাঁচ গাড়ির চাহিদা তুঙ্গে, কিনতে চাইছে সবাই

By :  techgup
Update: 2022-12-18 16:29 GMT

এসইউভি (SUV) হোক কিংবা এমপিভি (MPV) সবেতেই মাহিন্দ্রার বিকল্প পাওয়া মুশকিল। প্রতিমাসের মতো গত নভেম্বরেও রেকর্ড সংখ্যক এসইউভি মডেল বিক্রি করেছে মাহিন্দ্রা। চলতি বছরের নভেম্বরে এই সেগমেন্টে বিক্রি হওয়া মাহিন্দ্রার গাড়ি সংখ্যা ৩০,২৩৮ টি, গত বছরের নভেম্বরে যা ছিল মাত্র ১৯,৩৮৪ ইউনিট। অর্থাৎ এই বছরের নভেম্বরে এসইউভির বিক্রি বেড়েছে ৫৬%। এর সিংহভাগ অংশীদারিত্ব রয়েছে XUV 700, Scorpio এবং Thar এর। পাশাপাশি মাহিন্দ্রার আরো একটি গাড়ি Bolero-র ২০২১ ও ২০২২ সালের নভেম্বরে বিক্রি হওয়া মডেলের সংখ্যা যথাক্রমে ৫,৪৪২ ইউনিট ও ৭,৯৮৪ ইউনিট। অন্যদিকে গত মাসে মাহিন্দ্রা XUV700, XUV300, Scorpio ও Thar মডেলগুলি বিক্রি হয়েছে যথাক্রমে ৫৭০১, ৫৯০৩, ৬৪৫৫ ও ৩৯৮৭ ইউনিট। এই প্রতিবেদনে মাহিন্দ্রার সর্বাধিক বিক্রিত ৫টি এসইউভি সম্পর্কে আলোচনা রইল।

Mahindra Bolero

গত মাসে সংস্থার সর্বাধিক বিক্রিত গাড়ি মাহিন্দ্রা বোলেরো তিনটি ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায়- B4, B6 ও B6(O)। এগুলির এক্স শোরুম মূল্য যথাক্রমে ৯.৫৩ লাখ, ১০ লাখ ও ১০.৪৮ লাখ টাকা। সবকটি সংস্করণেই ১.৫ লিটারের তিন সিলিন্ডার যুক্ত mHawk75 ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। সাথে রয়েছে পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্স। এই ইঞ্জিনটি থেকে সর্বাধিক ৭৫ বিএইচপি শক্তি উৎপাদিত হয়। বোলেরো গাড়িটির টপ সংস্করণ B6(O) তে ফগ ল্যাম্প, রিয়ার ওয়াসার ও ওয়াইপার, ডোর ইন্ডিকেটর, স্ট্যাটিক ব্যান্ডিং হেডল্যাম্প এবং বহু তথ্যসমৃদ্ধ ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে B6 ভার্সনে ব্লুটুথ সংযোজন পাওয়ার উইন্ডো বডি ডিকাল, কাঠের মত রঙে আবৃত কেবিন, রিমোট লকিং এবং ১২ ভোল্টের চার্জিং সকেট রয়েছে।

Mahindra XUV700

মাহিন্দ্রার দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া এই গাড়িটির দাম ১৩.৪৫ লাখ টাকা থেকে ২৪.৯৫ লাখ টাকা পর্যন্ত। এতে ৫ সিট ও ৭ সিটের অপশন উপলব্ধ রয়েছে। উপরন্তু জনপ্রিয় এই এসইউভি মডেলটিতে ২.০ লিটারের mStallion টার্বো পেট্রোল ও ২.২ লিটারের mHawk টার্বোডিজেল ইঞ্জিন উপলব্ধ রয়েছে। এর বিভিন্ন রকম ইঞ্জিনের পাওয়ার ও টর্ক আউটপুট ভিন্ন। এছাড়াও এতে ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ার বক্স যুক্ত মডেল অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে। Ax সিরিজের ডিজেল ভ্যারিয়েন্টে রয়েছে চার ধরনের ড্রাইভিং মোড- Zip, Zap, Zoom এবং Custom।

Mahindra XUV300

এটি মাহিন্দ্রার একটি সাব কম্প্যাক্ট এসইউভি মডেল যেটি ২১ টি আলাদা ভ্যারিয়েন্টে বাজারে মেলে। এর বেস ভার্সনের এক্স শোরুম মূল্য ৮.৪২ লাখ টাকা। টপ ভার্সনের ক্ষেত্রে যা ১৪.০৭ লাখ টাকা। এতে তিন ধরনের ইঞ্জিন অপশন রয়েছে। প্রথমটি ১৩০ বিএইচপি শক্তি ও ২৩০ এনএম টর্ক আউটপুট যুক্ত ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন। দ্বিতীয়টি হল ১১০ বিএইচপি শক্তি উৎপাদনকারী ১.২ লিটারের টার্বোপেট্রোল ইঞ্জিন। এছাড়াও ১১৫ বিএইচপি শক্তি উৎপাদনকারী ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন অপশনও রয়েছে এখানে। মডেলটির TurboSport সংস্করণে লাল রঙের সঙ্গে গ্লস ব্ল্যাক কম্বিনেশনের ফ্রন্ট গ্রিল, ডুয়েল টোন কালার, ডুয়াল টোন ইন্টেরিওর, ক্রম ফিনিশের প্যাডেল এবং রুপালি রঙের আভা দেওয়া হয়েছে।

Mahindra Scorpio

চলতি বছরেই মাহিন্দ্রার সৌজন্যে লঞ্চ হয়েছে Scorpio N ও Scorpio Classic-র আপডেটেড ভার্সন। দুটি গাড়ি সংস্থার অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে গণ্য হয়েছে। Scorpio N এর দামে ১১.৯৯ লাখ টাকা থেকে শুরু করে ২৩.৯০ লাখ টাকা পর্যন্ত। কোন দিকে ১১.৯৯ লাখ টাকা থেকে শুরু করে ১৫.৪৯ লাখ টাকায় মিলবে Scorpio Classic। এই ক্লাসিক সংস্করণে ব্যবহৃত হয়েছে ১৩২ বিএইচপি পাওয়ার ও ৩০০ এনএম টর্ক আউটপুট যুক্ত ২.২ লিটারের টার্বোডিজেল ইঞ্জিন। আর স্করপিও এন সংস্করণটিতে ২.০ লিটারের পেট্রোল ও ২.২ লিটারের ডিজেল ইঞ্জিন অপশান পাওয়া যাবে।

Mahindra Thar

গত ২০২০ সালের অক্টোবরেই বাজারে আসে মাহিন্দ্রা থর-এর নতুন ডিজাইন সহ অত্যাধুনিক সংস্করণ। হার্ডকোর অফ-রোড গাড়িটি প্রতি মাসেই বেশ ভালো সংখ্যায় বিক্রি করা হয়। মাহিন্দ্রার এই গাড়িটিতে রয়েছে ২.০ লিটারের চার সিলিন্ডার যুক্ত টার্বোপেট্রোল এবং ২.২ লিটারের চার সিলিন্ডার যুক্ত টার্বোডিজেল ইঞ্জিন। পেট্রোল চালিত ইঞ্জিনটি থেকে ১৫২ বিএইচপি শক্তি ও ৩০০এনএম টর্ক উৎপাদিত হলেও ডিজেল সংস্করণ থেকে ১৩২ বিএইচপি শক্তি ও ৩০০ এনএম টর্ক জেনেরেট হয়। এছাড়াও এতে অটোমেটিক ও ম্যানুয়াল দুই ধরনের গিয়ার বক্স দেওয়া হয়েছে।

Tags:    

Similar News