Tork Kratos R: মাইলেজের রাজা এই দুর্দান্ত ইলেকট্রিক বাইক, একবার চার্জেই 180 কিমি
রাস্তায় বেরিয়ে বারংবার চার্জ করানোর বিড়ম্বনা থেকে রেহাই পেতে কে না চায়! তাই ইলেকট্রিক মোটরসাইকেলের রেঞ্জ যত বেশি, ক্রেতাদের কাছে তার কদর ততই অধিক। যেক্ষেত্রে পদক্ষেপ করতে এবার ভারতের বাজারে প্রথম সারির ই-বাইক নির্মাতা টর্ক মোটরস (Tork Motors) তাদের Kratos R আপডেট সহ হাজির করল। পুজোর আগে ফ্ল্যাগশিপ ই-বাইকটির রেঞ্জ বাড়াতে নতুন Eco+ রাইড মোড দেওয়া হয়েছে। ফলে একবার সম্পূর্ণ চার্জে এখন ১৫০ কিলোমিটার পথ ছুটবে বলে তাদের দাবি।
Tork Kratos R-এ যোগ হল Eco+ রাইড মোড
সংস্থার লক্ষ্য ফ্ল্যাগশিপ মডেলটির বাস্তবিক রেঞ্জ ১৮০ কিলোমিটারে পৌঁছানোর। Eco+ ছাড়াও এতে আগে থেকেই আছে আরও তিনটি মোড – Eco, City ও Sport। জানা গেছে, Eco+ মোডটি যানজটপূর্ণ শহুরে রাস্তায় চলাফেরার জন্যই মূলত দেওয়া হয়েছে। এই মোডে টপ-স্পিড ৩৫ কিমি/ঘন্টা। কোম্পানি জানিয়েছে, ক্রেতাদের চাহিদা পূরণ করতেই এটি আনা হয়েছে।
Eco+ মোডটি নতুন Kratos R-এ দেওয়ার পাশাপাশি বিদ্যমান গ্রাহকদেরও এটি অফার করা হবে। এই চার রাইডিং মোড ছাড়াও রিভার্স মোড উপলব্ধ রয়েছে এতে। যা ব্যবহারকারীকে বাড়তি সুবিধা দেয়। এতে উপস্থিত একটি ৯ কিলোওয়াট অ্যাক্সিয়াল ফ্লাক্স মোটর, যা থেকে সর্বোচ্চ ৩৮ এনএম টর্ক পাওয়া যায়। IP67 রেটিং যুক্ত ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ধুলোবালি ও জল প্রতিরোধ করে। স্পোর্ট মোডে স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ১০৫ কিলোমিটার।
Tork Kratos R-এ ফিচার হিসেবে রয়েছে জিও ফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল, মোটরওয়াক অ্যাসিস্ট, ক্র্যাশ অ্যালার্ট, ভ্যাকেশন মোড, ট্র্যাক মোড অ্যানালাইসিস এবং স্মার্ট চার্জ অ্যানালাইসিস। চারটি কালার অপশনে বেছে নেওয়া যায় এই ই-বাইকটি – হোয়াইট, ব্লু, রেড এবং ব্ল্যাক।