পেট্রল ছাড়াই 180 কিমি চলতে পারে, Tork Kratos বাইকের ডেলিভারি পেলেন ক্রেতারা
মহারাষ্ট্রের নববর্ষের উৎসব গুড়ি পাড়োয়া বেশ জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। মারাঠি নববর্ষ এবং বসন্তের সূচনা হিসেবে পালিত এই দিনে মারাঠিরা নতুন গাড়ি কিনে থাকেন। তবে এবারের চিত্রটি সামান্য আলাদা। পেট্রল মডেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিক্রি হলো ইলেকট্রিক বাইক। মহারাষ্ট্রের বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা টর্ক মোটরস (Tork Motors) একদিনে তাদের ৫০টি Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলের ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করল। যেগুলি সংস্থার জন্মভিটে পুণেতে ডেলিভারি দেওয়া হয়েছে। ক্রেতারা মোটরসাইকেলটির ছাবি পুণেতে সংস্থার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার থেকে হাতে পেয়েছেন।
Tork Kratos R ব্যাটারি, রেঞ্জ ও মোটর
বর্তমানে Tork Kratos R মডেলটিই কেবলমাত্র বাজারে পাওয়া যাচ্ছে। যার দাম ১.৫৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি অ্যাক্সিয়াল ফ্লাক্স মোটর, যা থেকে ৯ কিলোওয়াট শক্তি এবং ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার। সম্পূর্ণ চার্জে মোটরসাইকেলটি ১৮০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। এতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল কনসাল সহ কোম্পানির TIROS অপারেটিং সিস্টেম, এবং তিনটি রাইডিং মোড – ইকো, সিটি এবং স্পোর্টস। যে কোনো জায়গায় পার্কিংয়ের সুবিধার জন্য এতে দেওয়া হয়েছে রিভার্স মোড।
Tork Kratos R-এর ডেলিভারি প্রসঙ্গে সংস্থার বক্তব্য
ডেলিভারির প্রসঙ্গে টর্ক মোটরস-এর প্রতিষ্ঠাতা এবং সিইও কপিল শেলকে বলেন, “এই শুভ দিনে Tork Kratos R-এর চাবি ইলেকট্রিক বাইকপ্রেমীদের হাতে তুলে দেওয়ার মধ্যে উৎসবে নতুন রঙ যোগ করতে পেরে আমরা আনন্দিত। বাইকটির প্রতি ক্রেতাদের প্রতিক্রিয়া দেখে আমরা Tork Motors-এর ঝুলিতে আরও মডেল যোগ করার বিষয়ে উদ্দীপনাপূর্ণ। আমরা আমাদের প্রতিটি ক্রেতাদের জানাই, শুভ গুড়ি পাড়োয়া।”
Tork Kratos X কেমন হবে
এদিকে Tork Kratos এর বেস মডেলটির বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে প্রথম থেকেই Kratos R-এর প্রতি ক্রেতাদের ব্যাপক সাড়া দেখে এই পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থা। এদিকে ভবিষ্যতে আরও বেশি ক্ষমতার Kratos X আনা হলে, Kratos R হবে সংস্থার এন্ট্রি-পয়েন্ট মডেল। ২০২৩ অটো এক্সপো-তে Kratos X-এর ঝলক দেখানো হয়েছিল। যাতে রয়েছে একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিজিটাল কনসোল, একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম, এবং একটি নতুন ফিউরিয়াসলি ফাস্ট বা এফএফ মোড।
Tork Kratos X-এর শক্তি এবং দাম সম্পর্কে এখনও কোনো তথ্য সামনে আসেনি। পরের মাসে এর টেস্ট ড্রাইভ শুরু হবে কিনা সে বিষয়টিও এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এদিকে জুন থেকে বাইকটির ডেলিভারি শুরু করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে সংস্থাটি তাদের নতুন এক্সপেরিয়েন্স সেন্টারের সম্প্রসারণ করে চলেছে। পুণে ছাড়াও মুম্বাই এবং বেঙ্গালুরুতেও ডেলিভারি শুরু হবে। সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, সুরাট এবং পাটনাতে শীঘ্রই নতুন শোরুম খোলা হবে।