TVS মাসের প্রথম দিনেই স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা করল, কত টাকা বাড়ছে দেখে নিন
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ১ জুন অর্থাৎ আজ থেকে বৈদ্যুতিক দু’চাকার গাড়ির ফেম-২ প্রকল্পে ভর্তুকির ঊর্দ্ধসীমা ৪০% থেকে কমে ১৫% হয়েছে। ফলে বিভিন্ন সংস্থার বৈদ্যুতিক টু-হুইলারের দাম এক লাফে বাড়ছে অনেকটাই। Ola Electric-এর পর এবারে টিভিএস (TVS) তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube-এর দাম বৃদ্ধির খবর শোনালো। দেশীয় সংস্থাটি জানিয়েছে, ভ্যারিয়েন্ট অনুযায়ী বৈদ্যুতিক স্কুটারটি এবার থেকে ১৭,০০০ এবং ২২,০০০ টাকা মহার্ঘ হচ্ছে।
TVS iQube-এর দাম একলাফে অনেকটাই বৃদ্ধি পেল
কয়েক সপ্তাহের মধ্যে TVS iQube-এর দাম এই নিয়ে পরপর দু’বার বৃদ্ধি পেল। গত মাসে প্রতিটি ভ্যারিয়েন্টের মূল্য ৯,০০০ টাকা বাড়ানো হয়েছিল। তবে এবারের মূল্যবৃদ্ধির প্রভাব আরও বেশি। ফেম-২ প্রকল্পে ভর্তুকি কমে যাওয়াকেই যার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই প্রসঙ্গে টিভিএস মোটর কোম্পানি-র সহ সভাপতি মনু সাক্সেনা বলেছেন, “ফেম-২-এর ভর্তুকি কমার ফলে ১ জুন ২০২৩ থেকে TVS iQube-এর দাম ১৭,০০০-২২,০০০ টাকা বাড়ছে।”
দাম বৃদ্ধির ফলে বর্তমানে TVS iQube ও iQube S কিনতে খরচ পড়বে যথাক্রমে ১.৬৬ লক্ষ ও ১.৬৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে যে সকল গ্রাহক গতকাল পর্যন্ত স্কুটার বুকিং করেছেন, তাঁদের পুরনো দামেই কেনার সুযোগ দেবে টিভিএস। এমনকি যারা ২০ মে’এর আগে ই-স্কুটার বুক করেছেন তাঁদের অতিরিক্ত লয়ালিটি বেনিফিট দেওয়া হবে।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে অন্যতম বেস্ট সেলিং মডেল হল TVS iQube। এপ্রিল, ২০২৩ পর্যন্ত স্কুটারটির ১ লক্ষ ইউনিট বিক্রি করেছে টিভিএস। আবার মে মাসে এই মডেলটি ২০,০০০ ইউনিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে।