TVS কোম্পানির এই স্কুটারে 10,000 টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিনবেন নাকি

By :  SUMAN
Update: 2024-04-10 06:41 GMT

2024-এর এপ্রিল শুরু হওয়ার সাথেই সমাপ্ত হয়েছে বৈদ্যুতিক যানবাহনের জন্য কেন্দ্রীয় সরকারের ভর্তুকি প্রকল্প ফেম-2 এর মেয়াদ। তবে ক্রেতাদের শূন্য হাতে ফেরানোর বদলে এপ্রিলের প্রথম দিন থেকেই চালু করা হয়েছে নতুন ‘ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম 2024’ বা ইএমপিএস। কিন্তু তা সত্ত্বেও বৈদ্যুতিক যানবাহনের দাম অল্প কিছু হলেও বেড়েছে। কারণ ইএমপিএস-এ প্রদেয় সাবসিডির পরিমাণ ফেম-2 এর তুলনায় কম। দেশের অন্যতম জনপ্রিয় টু হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) জানিয়েছে তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার iQube কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি খরচ পড়বে। তবে ইএমপিএস-এর প্রভাবে মূল্যবৃদ্ধির পরিমাণ খুব বেশি নয়।

এপ্রিল থেকে TVS iQube-এর দাম বাড়ল

জানিয়ে রাখি, এ বছর জুলাই পর্যন্ত ইএমপিএস প্রকল্প বৈধ থাকবে। অর্থাৎ আগস্ট থেকে যদি ফের কোন প্রকল্প লাগু করা না হয়, তবে ইলেকট্রিক টু হুইলারে উপর কোন ভর্তুকি আর থাকছে না। TVS iQube-এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের বর্তমানে দাম 1,46,628 টাকা, যেখানে iQube S এর ধার্য মূল্য 1,56,420 টাকা (এক্স-শোরুম)। এখন ইএমপিএস প্রকল্পের 10,000 টাকা সাবসিডি ধরে মডেল দুটির মূল্য দাঁড়িয়েছে যথাক্রমে 1,36,628 টাকা ও 1,46,420 টাকা।

টিভিএস এই ইলেকট্রিক স্কুটার দুটির 8,925 ও 5,670 টাকার ভার নিজের কাঁধেই নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, iQube STD ও S-এ উপস্থিত একটি 3.4 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। এটি ফুল চার্জে 100 কিলোমিটার রেঞ্জ প্রদান করে। চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে রয়েছে একটি 4.4 কিলোওয়াট বিএলডিসি হাব মোটর, এর আউটপুট 140 এনএম টর্ক।

প্রতি ঘন্টায় 78 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম এই ব্যাটারি চালিত স্কুটার। উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে রয়েছে কানেক্টেড টেক ও টার্ন বাই টার্ন নেভিগেশন যুক্ত একটি 5 ইঞ্চি টিএফটি স্ক্রিন। যেখানে এস ট্রিমে উপলব্ধ আরও বড় 7-ইঞ্চি টাচস্ক্রিন সহ 5-ওয়ে জয়স্টিক কন্ট্রোল।

Tags:    

Similar News