TVS Ronin: লাদাখ হোক বা কোনও দুর্গম স্থান, টিভিএস তাদের নতুন বাইকে লং ট্রিপে যাওয়ার জন্য বিশেষ কিট দিচ্ছে

By :  techgup
Update: 2022-07-10 10:17 GMT

আজকের দিনে দাঁড়িয়ে নিজের সাধের মোটরসাইকেলটি নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়ার ইচ্ছা অনেকেরই। কারোর আবার তার পক্ষীরাজকে সঙ্গে করে লাদাখ কিংবা সিকিম যাওয়ার ইচ্ছা প্রবল। তবে সমস্যা হল লং-রাইডে বেরোনোর আগে উপযুক্ত অ্যাক্সেসরিজ নেওয়ার প্রয়োজন হয়। সেগুলি ফিট করার জন্য আমাদের দৌড়াতে হয় কোনো ওয়ার্কশপে। কিন্তু সমস্যা হল বাজার চলতি অ্যাক্সেসরিগুলি সব মডেলের সঙ্গে সমানভাবে খাপ খায় না।

তবে আশার কথা হল TVS Ronin-এর ক্ষেত্রে গ্রাহককে এই সমস্ত ঝামেলা পোহানোর কোন প্রয়োজন নেই। কারণ হোসুরের এই সংস্থা তাদের নতুন স্ক্র্যাম্বলার স্টাইলের বাইকের সাথে নিয়ে এসেছে একগুচ্ছ অ্যাক্সেসরিজের সম্ভার - স্টাইল কিট, আরবান কিট, এবং ট্যুর কিট। প্রথমটি সবথেকে সস্তা। দাম ২,২৯৯ টাকা। আর দ্বিতীয় ও তৃতীয়টির দাম যথাক্রমে ৪,৪৯৯ টাকা ও ৯,৫৯৯ টাকা। সংস্থার ওয়েবসাইট থেকেই প্রতিটি কিট অর্ডার দেওয়া যাচ্ছে।

এবার প্রতিটি কিট কী কী অ্যাক্সেসরি রয়েছে এবং সেগুলির দাম দেখে নেওয়া যাক। স্টাইল কিটের মধ্যে রয়েছে - বার এন্ড (৪০৪ টাকা), ট্যাংক গ্রিপ (৭৬৪ টাকা), সামনের ব্রেক কভার (৪০৪ থেকে ৪৯৪ টাকা), ইঞ্জিন গার্ড (২৬৯ টাকা), ও ইএফআই কভার (৫৮৪ টাকা)। এর থেকে প্রায় দ্বিগুণ দামী আরবান কিটে পাবেন ইউএসবি চার্জার (৯৮৯ টাকা), অ্যাডজাস্টেবল ব্রেক ও ক্লাচ লিভার (৮০৯ থেকে ১,৪৩৯ টাকা), ও ট্যাংক ব্যাগ (১৯৭৯ টাকা)। আর সবচেয়ে দামী ট্যুর কিটে দেওয়া হয়েছে স্যাডেল ব্যাগ স্ট্যান্ড (১৭৯৮ টাকা), রিয়ার র‍্যাক (১৯৯৯ টাকা), স্যাডেল ব্যাগ (১৯৯৯ টাকা), টেল ব্যাগ (১৫৯৯ টাকা), ও সবশেষে ফ্লাই স্ক্রিন (১০৭৯ টাকা)।

টিভিএস তাদের Ronin বাইকে ২২৫.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার, অয়েল কুল্ড ইঞ্জিন দ্বারা দিয়েছে। যা ৭৭৫০ আরপিএম গতিতে ২০.১৩ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৩৭৫০ আরপিএমে সর্বোচ্চ ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG) থাকায় সাইলেন্ট স্টার্টের সুবিধা রয়েছে।

এই বাইকের আরো একটি আকর্ষণীয় ইকুইপমেন্ট হলো এর অফসেট ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যার অবস্থান হ্যান্ডেলবারের বামদিকে৷ টিভিএস Smart Xconnect এপ্লিকেশনের এর সাহায্যে ব্লুটুথ দিয়ে যুক্ত করে এই ডিসপ্লেতে সাইট স্ট্যান্ড ওয়ার্নিং কিংবা ফোনের ব্যাটারি ও নেটওয়ার্কের অবস্থা সম্পর্কে জানা যায়। তাছাড়াও বেশ কিছু অ্যালার্ট যেমন টার্ন সিগনাল, লো ফুয়েল, রেঞ্জ, টার্ন বাই টার্ন নেভিগেশন ও ভয়েস অ্যাসিস্টেন্স সহ মোট ২৮টি ফিচার্স দেখতে পাওয়া যায়। উপরন্তু এই বাইকে দু ধরনের এবিএস মোড- আরবান এবং রেইন দেওয়া হয়েছে। ভ্যারিয়েন্ট তিনটি। বেস মডেলের দাম ১.৪৯ লাখ থেকে শুরু৷।

Tags:    

Similar News