TVS Ronin: পুজোর আনন্দ বাড়িয়ে একলাফে 14,000 টাকা সস্তা হল টিভিএস-এর এই বাইক
পুজোর মুখে দারুণ খবর শোনাল টিভিএস মোটর কোম্পানি। ফেস্টিভ সিজন অফার হিসাবে TVS Ronin-এর দাম একধাক্কায় অনেকটা কমানোর কথা ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। Ronin SS নামে বাইকটির বেস ভ্যারিয়েন্ট ১৪,০০০ টাকা সস্তা হয়েছে। এখন কিনতে পাওয়া যাচ্ছে ১.৩৫ লক্ষ টাকায় (এক্স-শোরুম)।
TVS Ronin-এর বেস মডেলটির দাম শুধু কমেছে। শুনলে খুশি খবেন, দাম কমলেও ডিজাইন বা ফিচার্সে কোনও কাটছাঁট করা হয়নি। এতে সিঙ্গেল/ডুয়েল চ্যানেল এবিএস, এলইডি হেডলাইট, ইনসেট ডিআরএল, এলইডি টেললাইট, এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ সিঙ্গেল পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।
বাইকটির ফ্রেমে আপসাইড ডাউন ফর্ক ও মনোশক সাসপেনশন যুক্ত রয়েছে। তবে বেস ভ্যারিয়েন্ট হওয়ার ফলে TVS Ronin SS সোনালী রঙের ইউএসডি ফর্ক পায়নি। এটি টপ ভ্যারিয়েন্টে উপস্থিত। এছাড়া, টপ ভ্যারিয়েন্টে ডুয়াল-টোন কালার অপশন থাকলেও, বেস ভার্সনে মনোটোন কালার স্কিম দেখা যায়।
পারফরম্যান্সের কথা বললে, টিভিএস রনিন একটি ২২৫,৯ সিসির এয়ার এবং অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়য়। এটি থেকে ৭,৭৫০ আরপিএম গতিতে ২০.১ হর্সপাওয়ার ও ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হয়। ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক যুক্ত এই বাইক ৪০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। টপ স্পিড প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার