TVS Ronin: টিভিএস-এর নয়া নিও রেট্রো বাইক কিনতে যাচ্ছেন? কেনার আগে যে পাঁচ গুরুত্বপূর্ণ কথা জেনে নেবেন

By :  techgup
Update: 2022-07-08 08:27 GMT

যখন একের পর এক বিদেশি বাইক নির্মাতা স্ক্র্যাম্বলার স্টাইলের বাইক লঞ্চ করে জনপ্রিয়তা কুড়াচ্ছে তখন TVS -এর মত দেশীয় সংস্থা কিভাবে চুপ থাকতে পারে? সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরশুদিন লঞ্চ হয়েছে তাদের নতুন নিও রেট্রো স্টাইলের মোটরসাইকেল TVS Ronin। তাক লাগিয়ে এক নতুন অধ্যায় শুরু করল হোসুর কেন্দ্রিক এই সংস্থা। টিভিএস-এর অন্যান্য মডেলের মতো এটিও সেগমেন্ট ফার্স্ট নানা ফিচারের সাথে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক এর টপ ফাইভ হাইলাইট।

TVS Ronin

এই বাইকে রয়েছে ফুল এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা Jawa 42-কে স্মরণ করাবে। টপ ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেকশনযুক্ত SmartXonnect টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে রাইডার ভয়েস অ্যাসিস্ট্যান্ট, জিপিএস নেভিগেশন, গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময়, ইনকামিং কল অ্যালার্ট এবং অন্যান্য সমস্ত নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারবেন। তবে সমস্ত ভ্যারিয়েন্টেই ডিস্টেন্স টু এমটি অর্থাৎ বাইকে থাকা ফুয়েলে কতদূর যাওয়া সম্ভব এবং গিয়ার শিফট ইন্ডিকেটর ও সাইট স্ট্যান্ড ইন্ডিকেটর ইত্যাদি ডিসপ্লেতে দেখা যাবে।

TVS Ronin ইঞ্জিন

এই মোটরসাইকেলে রয়েছে ৫ স্পিড গিয়ার যুক্ত শক্তিশালী ২২৫ সিসির এয়ার ও অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ৭,৭৫০ আরপিএম গতিতে যা ২০.৪ পিএস পাওয়ার এবং ৩,৭৫০ আরপিএম গতিতে ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করে। এই মোটরসাইকেলে Apache RTR 200 4V-এর মত রাইডিং মোড না থাকলেও টর্ক বেশি। ঘন্টা প্রতি সর্বোচ্চ গতি ১২০ কিমি।

TVS Ronin ভ্যারিয়েন্ট ও দাম

Ronin-এ সিঙ্গেল চ্যানেল এবিএসে সিঙ্গেল টোন কালার দেখতে পাওয়া যাবে। লাইটেনিং ব্ল্যাক কিংবা ম্যাগমা রেড এই দুটি অপশনের দাম ১.৪৯ লাখ। আবার এর থেকে একটু প্রিমিয়াম লুকসের ডুয়েল টোন সিঙ্গেল চ্যানেল এবিএস সেগমেন্টে ডেল্টা ব্লু এবং স্টারগেজ ব্ল্যাক এই দুটি ভ্যারিয়েন্টের মূল্য ১.৫৬ লাখ। অন্যদিকে ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত ট্রিপলটোন কালারের টপ ভ্যারিয়েন্টের মধ্যে গ্যালান্টিক গ্রে টোন কালারের দাম ১.৬৮ লাখ এবং ডন অরেঞ্জ টোন কালারের ক্ষেত্রে দাম ১.৭০ লাখ। উল্লেখ্য এগুলি সবই দিল্লিতে এক্স শোরুম মূল্য।

TVS Ronin প্রিমিয়াম ডিজাইন

টিভিএসের এই স্ক্র্যাম্বলারটি ডবল ক্রেডেল সিনক্রো স্টিফ ফ্রেমে তৈরি। ফ্রেমের সামনের দিকে বড় পিস্টনযুক্ত ইউএসডি ফর্ক এবং পিছনে গ্যাস চার্জড মনোশক সাসপেনশন রয়েছে। রেট্রো লুকের এই বাইকের সামনে রয়েছে সিগনেচার গোল হেডলাইট। এছাড়াও এতে মাসকিউলার টিয়ার ড্রপ ফুয়েল ট্যাংক, একটানা সিট, শার্প ফুল লেন্থ সাইড প্যানেল ও একটি আকর্ষণীয় ধোয়া নির্গমন পাইপ দেওয়া হয়েছে।

TVS Ronin টায়ার ও ব্রেক

এই বাইকে দুদিকেই ১৭ইঞ্চির চাকা ব্যবহৃত হলেও সামনে ১১০ সেকশনের ও পিছনে ১৩০ সেকশনের TVS Remora- এর ব্লক প্যাটার্ন টায়ার দেওয়া হয়েছে। এতে সিঙ্গেল চ্যানেল ও ডুয়েল চ্যানেল এবিএস এই দুই ধরনের অপশনই উপলব্ধ। এবিএস-এর ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য রেইন এবং আরবান মোড দেওয়া হয়েছে। অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে রয়েছে সাইলেন্ট স্টার্ট ও স্লিপার ক্লাচ। ওজন ১৫৯ কেজি।

Tags:    

Similar News